Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না- মমতা

বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না- মমতা একদিকে নাগরিকত্ব সংশোধনী আইন, আর অন্যদিকে টালমাটাল নির্বাচন কমিশন। এই দুয়ের যোগসূত্র একটাই—বিজেপি। বুধবার গেরুয়া রাজনীতির এই সমীকরণই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স…



বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না- মমতা 

একদিকে নাগরিকত্ব সংশোধনী আইন, আর অন্যদিকে টালমাটাল নির্বাচন কমিশন। এই দুয়ের যোগসূত্র একটাই—বিজেপি। বুধবার গেরুয়া রাজনীতির এই সমীকরণই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ সংক্রান্ত বিধির বিজ্ঞপ্তি জারির দিন থেকেই তৃণমূল নেত্রী সতর্ক করছেন, এই আইন আসলে এনআরসির দিকে একধাপ এগিয়ে যাওয়া। এদিন সেটাই আর একবার দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিলেন মমতা। তাঁর সাফ কথা, ‘সিএএ ও এনআরসি হল বিজেপির গিমিক পলিটিক্স। স্রেফ ধাপ্পা। দু’-তিনটে আসনে জেতার জন্য রাজনৈতিক ছক কষেছে ওরা। অসমের মুখ্যমন্ত্রীই বলেছেন সিএএ’তে কোনও লাভ নেই। ওরা ভোটের কথা ভাবছে। আর আমি ভাবছি মানুষের স্বার্থের কথা। দেশের নাগরিক হওয়া সত্ত্বেও কেন নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে? এটাই এনআরসি করার ছক।’ এরপরই মমতার হুঙ্কার, ‘বাংলার একজনও নাগরিকের অধিকার কেড়ে নিতে দেব না। বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না।’হলদিয়া বন্দর ডিজিটাল সাংবাদিক সূত্রে জানা যায়।নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সেই আঁচ পুরোদস্তুর এদিন মিলেছে উত্তরকন্যায় মমতার সাংবাদিক সম্মেলনে। নির্বাচন কমিশনার অরুণ গোয়েল ইস্তফা দেওয়ার পর আচমকা কমিশনে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে রীতিমতো উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী। সিএএ’র মতো ‘বিজেপির রাজনৈতিক গিমিকে’র সঙ্গে তিনি এই সমীকরণও মিলিয়েছেন। বলেছেন, নির্বাচন কমিশনেও নিজেদের লোক বসিয়ে ভোট ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চাইছে গেরুয়া বাহিনী। তাঁর কথায়, ‘রাজ্যের ভোট  পরিচালনা করে কেন্দ্র। এখন কেন্দ্রের ভোট কে পরিচালনা করছে? বাংলায় ভোট নিয়ে পক্ষপাতিত্ব হচ্ছে। এটা আমাদের কাছে লজ্জার। আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থার সুনাম ছিল। সেই গণতন্ত্র এখন কলঙ্কিত।’

এর সঙ্গেই কেন্দ্রীয় এজেন্সি ও কেন্দ্রীয় বাহিনীকে জুড়ে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা। বলেছেন, ‘ইডি ও সিবিআইকে ওরা নামিয়েছে। ভোটের মুখে এজেন্সিগুলি আরও সক্রিয় হয়ে উঠবে, তা ব্রিগেডেই বলে দিয়েছিলাম। এজেন্সিগুলি সাধারণ মানুষকে বিজেপি করার কথা বলছে। ওরা সবাইকে ডিস্টার্ব করছে। ভোট ঘোষণা হওয়ার আগেই নামানো হয়েছে বাহিনী। তারা ভোটারদের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ পেয়েছি। ভোটে জেতার জন্য ওরা এত ফোর্স পাঠিয়ে চাপ তৈরি করছে। বিএসএফের অত্যাচারেরও অভিযোগও পেয়েছি। ওরা বাংলাদেশের এক সাধুকে অত্যাচার করেছে। বাংলাদেশ থেকে চিঠি পেয়েছি। এ ব্যাপারে এফআইআর করা হয়েছে। অ্যাকশন হবে।’

সচেতন হোন:



আম জনতাকে মুখ্যমন্ত্রীর অভয়, ‘আমি জমিদার নই। মানুষের পাহারাদার। আমি যতদিন থাকব, মা-মাটি-মানুষের সরকার যতদিন থাকবে, আপনাদের চিন্তার কারণ নেই। কাউকে দেশছাড়া হতে দেব না। শেষ রক্ত দিয়ে হলেও মানুষের অধিকার রক্ষা করব। আমরা উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে তফাত করি না। শুধু ভোটের আগেও আসি না। বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, উৎসব... সবসময় আপনাদের পাশে থাকি। থাকবও।’

No comments