Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া রিফাইনারি উদ্যোগে শিল্পতালুকে কারিগরি শিক্ষা পরিকাঠাময় নতুন পালক সংযোজিত হতে চলেছে

হলদিয়া রিফাইনারি উদ্যোগে শিল্পতালুকে কারিগরি শিক্ষা পরিকাঠাময় নতুন পালক সংযোজিত হতে চলেছে
 বেশ কিছু নতুন কোর্স নিয়ে নতুন পরিকাঠামোয় সেজে উঠছে হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই কলেজ) । হলদিয়ার দুর্গাচকে কলেজের…

 


হলদিয়া রিফাইনারি উদ্যোগে শিল্পতালুকে কারিগরি শিক্ষা পরিকাঠাময় নতুন পালক সংযোজিত হতে চলেছে


 বেশ কিছু নতুন কোর্স নিয়ে নতুন পরিকাঠামোয় সেজে উঠছে হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই কলেজ) । হলদিয়ার দুর্গাচকে কলেজের ঠিক পাশেই গড়ে উঠছে এই নতুন পরিকাঠামো । নির্মিত হবে ত্রিতল ভবন। সেই জায়গায় কারিগরি শিক্ষায় শিক্ষিত মানব সম্পদ তৈরীর উন্নত কেন্দ্র গড়ে উঠতে চলেছে । সহযোগিতায় থাকছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়া রিফাইনারি । ১৯ ৭৩ সালে হলদিয়া আইটিআই কলেজ পথ চলা শুরু করে । শুরুতে ওয়েল্ডার, ফিটার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার কিছু কোর্সে পড়াশোনার জন্য ছাত্র-ছাত্রীরা ভিড় করে । পরবর্তীকালে প্লাস্টিক প্রসেসিং ,ড্রেস মেকিং ,কাটিং ও সিউইং সহ অন্যান্য কোর্স মিলে মোট ৯টি কোর্স চালু রয়েছে । বর্তমান ২৮০ জন পড়ুয়া রয়েছেন এই আইটিআই কলেজে ।‌ এবার সেই জায়গায় মোটর ভেহিকেল মেকানিক, স্মার্ট হেলথ কেয়ার, স্মার্ট সিটি, স্মার্ট এগ্রিকালচার, সোলার টেকনোলজি এবং মেডিকেল ইলেকট্রনিক্স ছয়টি নতুন কোর্স চালু হতে চলেছে । সেজন্য কলেজের পাশে ১২০০০ স্কয়ার ফুট জায়গায় এখন পরিকাঠামো তৈরীর ব্যস্ততা চরমে । নতুন ছয়টি কোর্সে ২৫০ জন ছাত্র-ছাত্রী পড়ার সুযোগ পাবেন ।‌ এ বিষয়ে কলেজের প্রিন্সিপাল প্রসেনজিৎ বোস জানান," বন্দর নির্ভর বিস্তীর্ণ শিল্পতালুক রয়েছে হলদিয়ায় তৈরি হয়েছে একের পর এক উচচ শিক্ষার ব্যবস্থা। বহু ভারি শিল্প সংস্থা আমদানি রপ্তানির আন্তর্জাতিক ব্যবসা এখানে পেতে বসেছে । তাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত, দক্ষ কর্মী প্রয়োজন হয় । তা বুঝেই আমরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়া রিফাইনারি সহযোগিতায় ছয়টি নতুন কোর্স চালু করতে উদ্যোগী হয়েছি । হলদিয়া এবং পার্শ্ববর্তী এলাকার পড়ুয়াদের সামনে কারিগরি শিক্ষার সুবর্ণ সুযোগ তৈরি হতে চলেছে । তারা চাকরির দরজায় সহজে পৌঁছে যেতে পারবেন । এই আই টি আই কলেজ ঘিরে আগামী দিনে আরও বেশ কিছু নতুন ভাবনা রয়েছে ।

তিনি আরো জানান চলতি মাস থেকে শুরু হয়েছে মহিলাদের জন্য ড্রেস ম্যাটিং কাটিং ও সিউইং ন্যূনতম মাধ্যমিক পাস। সেই সকল মহিলাদের জন্য সংরক্ষিত যাতে মহিলারা স্বনির্ভর হয়ে উঠেন তার জন্য ইতিমধ্যে কয়েকটি কারখানার সঙ্গে যোগাযোগ করেছেন সেই কারখানার পোশাক কাটানোর অনুমতি পেয়েছেন ড্রেস কাটিং ফিটিং এর সাথে সেই সকল  মহিলারা হাত খরচের জন্য মজুরি ও পাবেন তাতে মহিলারা আরো উৎসাহিত হবেন।

" কলেজের আধিকারিক শ্যামেন্দু রায় জানান,"হলদিয়া আইটিআই কলেজে নতুন ছয়টি কোর্স চালু হলে এই এলাকার ছাত্রছাত্রীরা ভীষণ উপকৃত হবেন । হলদিয়ার শিক্ষা পরিকাঠাময় নতুন পালক সংযোজিত হতে চলেছে । এটা হলদিয়ার পড়ুয়া এবং অভিভাবকদের  কাছে আনন্দের বিষয় ।" ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এই আইটিআই কলেজের নতুন পরিকাঠামো তৈরীর কাজ সম্পূর্ণ করার সময়সীমা ধার্য হয়েছে । ২০২৬ সালের শুরুতেই  কোর্স গুলি চালু হবে । এমনটাই কলেজ সূত্রে জানা গিয়েছে । হলদিয়া শিল্প তালুক এবং হলদিয়া আইটিআই কলেজ ‌, শিক্ষা এবং কর্মসংস্থান দুটোকে তাল মিলিয়ে এক সূত্রে বাঁধা হচ্ছে বলে কলেজের তরফে জানানো হয়েছে‌ ।

No comments