বাংলা লক্ষ্মীরা দিকে দিকে ধর্ষিত, দীঘায় গণধর্ষণের বিরুদ্ধে এবং নারী ধর্ষকদের শাস্তির দাবিতে সুতাহাটা থানায় ডেপুটেশন
মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে বাংলা লক্ষ্মীরা আজ দিকে দিকে ধর্ষিত গত ৩রা ফেব্রুয়ারি সৈকত নগরী দীঘায় গণধর্ষণের বি…
বাংলা লক্ষ্মীরা দিকে দিকে ধর্ষিত, দীঘায় গণধর্ষণের বিরুদ্ধে এবং নারী ধর্ষকদের শাস্তির দাবিতে সুতাহাটা থানায় ডেপুটেশন
মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে বাংলা লক্ষ্মীরা আজ দিকে দিকে ধর্ষিত গত ৩রা ফেব্রুয়ারি সৈকত নগরী দীঘায় গণধর্ষণের বিরুদ্ধে এবং নারী ধর্ষকদের শাস্তির দাবিতে শনিবার বিকেলে সুতাহাটা থানায় ডেপুটেশন দিল হলদিয়া বিধানসভার মহিলা মোর্চার সদস্যরা।এদিন সুতাহাটা বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় সুতাহাটা থানার সামনে এসে মিছিল শেষ হয়। মিছিলে ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদীকা মেঘা রাণী পাড়ুই,হলদিয়া মণ্ডল-১ এর মহিলা মোর্চার সভাপতি মিতা সাঁতরা সহ অন্যান্যরা।
No comments