নন্দকুমারে ভারতীয় মানবাধিকার পরিষদের অফিস উদ্বোধন হলো ।আজ ৪ঠা ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় পূর্ব মেদিনীপুর জেলায় নন্দকুমার ব্লকে শ্রীধরপুর চৌরাস্তা ভারতীয় মানবাধিকার পরিষদের পথ চলা শুরু ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় …
নন্দকুমারে ভারতীয় মানবাধিকার পরিষদের অফিস উদ্বোধন হলো ।
আজ ৪ঠা ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় পূর্ব মেদিনীপুর জেলায় নন্দকুমার ব্লকে শ্রীধরপুর চৌরাস্তা ভারতীয় মানবাধিকার পরিষদের পথ চলা শুরু ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মানবাধিকার পরিষদের কার্যকারী সভাপতি সত্য প্রসাদ ত্রিবেদী,
কলকাতা সিটি প্রেসিডেন্ট ওমেন প্রটেকশন সেলের গোপাল পান্ডে ,
ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রেসিডেন্ট অ্যান্টি করাপশন সাম্বী আহমেদ ,
ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রেসিডেন্ট করাপশন বিবেক ত্রিবেদী।
ওয়েস্ট বেঙ্গল স্টেট জেনারেল সেক্রেটারি গোলাম মোজাফফর। ভারতীয় মানবাধিকার পরিষদের সমস্ত কর্মীবৃন্দ।
গোলাম মোজাফফর বলেন
সমাজকে অপরাধ ও অপরাধী থেকে মুক্ত করা।
নাগরিকদের আইনগত অধিকার এবং যথাযথ ন্যায় বিচার রক্ষা।
সাধারণ মানুষের মন থেকে পুলিশ ভীতি দূর এবং যথাযথ সংযত ও বোঝাপড়া প্রতিষ্ঠা করা।
দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করা।
নারীর উপর অত্যাচার বন্ধ করা।
পরিবেশ দূষণ প্রতিরোধ।
খাদ্যের ভেজাল কারীদের দমন করা।
সমাজে প্রচলিত ঘুষ বন্ধ করা।
জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা।
সরকারি প্রকল্পগুলিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।
সমাজে প্রচলিত শ্রম শোষণ বন্ধ করা।
যৌতুক প্রথা বন্ধ করা।
ভিক টিমদের এক্স আই আর নিবন্ধ পেতে সাহাযৃ।
টেরোফিক নিয়ম মেনে চলা এবং মানুষকে বোঝা।
সময়ে সময়ে জাতীয় স্বার্থে ও জনস্বার্থে এবং দুর্নীতিবাজদের উন্মোচন করা
সমাজের বেশ কিছু মানুষ রয়েছে যারা সাধারণ মানুষদের বোকা বানিয়ে তাদের সর্বস্ব লুট করে নেয় সেই সমস্ত মানুষের বিরুদ্ধে লড়াই।
No comments