কুকড়াহাটি থেকে ভেসেলে ওঠার সময় রাস্তা সংকোচ করে ব্যবসা?
কুকড়াহাটি ভেসেল ঘাট এ উঠতে রাস্তার দু'ধারে বসে যাচ্ছে অসাধু দোকানদার । ব্রীজের উপরে রাস্তা সংকোচ হচ্ছে? কে বা কারা এই দোকান বসালো? সে নিয়ে ধন্দে রয়েছে। স্থানীয় প্রশ…
কুকড়াহাটি থেকে ভেসেলে ওঠার সময় রাস্তা সংকোচ করে ব্যবসা?
কুকড়াহাটি ভেসেল ঘাট এ উঠতে রাস্তার দু'ধারে বসে যাচ্ছে অসাধু দোকানদার । ব্রীজের উপরে রাস্তা সংকোচ হচ্ছে? কে বা কারা এই দোকান বসালো? সে নিয়ে ধন্দে রয়েছে। স্থানীয় প্রশাসন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র বলেন। হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং জেলা পরিষদে জানিয়েছেন তিনি সাংবাদ মাধ্যমে সামনে বলেন
যে দোকানগুলি বসেছে যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। পাইলিং এর উপর শুরু শুরু বাস ও বল্লি দিয়ে দোকান বানানো হয়েছে, হুগলি নদীর জল বা জোয়ার বেড়ে গেলেই যেকোনো মুহূর্তে দোকানগুলি ভেঙ্গে পড়তে পারে তারই ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে । এছাড়া এই ব্রীজের রাস্তা দিয়ে বহু যাত্রী ডায়মন্ড হারবার অন্যদিকে রায়চকে বহু মানুষ যাতায়াত করেন তারই পাশে এই দোকান তা সাধারণ মানুষের যেতে অসুবিধা করবে।
গত ৭ ফেব্রুয়ারি সাতরাগাছি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুকড়াহাটি থেকে রায়চক যাওয়া পর্যন্ত পল্টুন জেঠির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সাধারণ মানুষের যাতায়াত বাড়বে আর পাশে এই দোকানগুলি থাকার জন্য মানুষের চলাফেরা করার অসুবিধা হবে তাই তিনি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন।
No comments