রুমের ভিতর থেকে উদ্ধার হল যুবকের দেহশিল্প তালুক হলদিয়া দুর্গাচক থানার অন্তর্গত নিউ কলোনি বাড়ির ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। সুত্রের খবর দুর্গাচক থানার অন্তর্গত নিউ কলোনি সুকেশ চন্দ্র করণ বাড়িতে একটি ছেলে ভাড়ায় থাকতো…
রুমের ভিতর থেকে উদ্ধার হল যুবকের দেহ
শিল্প তালুক হলদিয়া দুর্গাচক থানার অন্তর্গত নিউ কলোনি বাড়ির ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। সুত্রের খবর দুর্গাচক থানার অন্তর্গত নিউ কলোনি সুকেশ চন্দ্র করণ বাড়িতে একটি ছেলে ভাড়ায় থাকতো নাম চন্দন মান্ডি বাবার নাম রাজেন মান্ডি বয়স ২৬ বাড়ি চাকবাদ পুরুলিয়া, থানা বাগাজা । ১৬ ই ফেব্রুয়ারি রাতে বাড়িতে ঢুকেছিলেন। কিন্তু সকালে বাড়ি রুম থেকে কোন আওয়াজ বা রুম থেকে না বারানোর জন্য বাড়ির লোকেরা সন্দেহ করে। বাড়ির লোকেরা খবর দেন দুর্গাচক থানায়। থানার আধিকারিকরা এসে দরজা ভেঙে দেখেন চন্দন মান্ডি ঘরের ভিতরে শুয়ে রয়েছেন। সূত্রে জানা যায় (হার্ট অ্যাটাক) করে মারা গেছেন। তার এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ময়না তদন্তের জন্য দুর্গাচক হাসপাতালে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনায় তদন্তে নেমেছেন দুর্গাচক থানার পুলিশ।
No comments