Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভার্চুয়ালি বহু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মুখ্যমন্ত্রীর

দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভার্চুয়ালি বহু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মুখ্যমন্ত্রীরপশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সবং ব্লকের সারতা পঞ্চায়েতের বনাই বাসন্তী বিদ্যাপীঠ সংলগ্ন এলাকায় নতুন দমকল কেন…

 




দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভার্চুয়ালি বহু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মুখ্যমন্ত্রীর

 

পশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সবং ব্লকের সারতা পঞ্চায়েতের বনাই বাসন্তী বিদ্যাপীঠ সংলগ্ন এলাকায় নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন হয়। বনাইয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া, জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, পুলিস সুপার ধৃতিমান সরকার প্রমুখ।ওই দমকল কেন্দ্র থেকে সবং, পিংলা, নারায়ণগড় এলাকার কোনও বিপর্যয় হয়ে পৌঁছনো সহজ হবে। নারায়ণগড়ের বেলদা ও গোয়ালতোড়ে নতুন বাস টার্মিনাসের উদ্বোধন মুখ্যমন্ত্রী। ক্ষীরপাইয়ের বাস টার্মিনাস গড়ে ওঠবে। এদিন তার শিলান্যাস হয়। কেশপুর-ঘাটাল রাজ্য সড়কের পাশে কেশপুরে দু'টি যাত্রী প্রতীক্ষালয়ের শিলান্যাস হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক, পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, বিডিও কৌশিক রায় প্রমুখ।

এদিন ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকায় হাউসিং কমপ্লেক্সে ৭২টি নতুন ফ্ল্যাটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুনীল আগরওয়াল, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি, ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ সহ প্রশাসনিক আধিকারিকরা। জেলাশাসক বলেন, প্রায় সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে বাছুরডোবা হাউসিং কমপ্লেক্সে নতুন ৭২টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে। একইসঙ্গে একটি কমিউনিটি হল তৈরি করা হয়েছে।  বুধবার কুঁকড়াহাটিতে ফেরিঘাটের গ্যাংওয়ে ও পন্টুন জেটির শিলান্যাস অনুষ্ঠানে জেলাশাসক তানবীর আফজল, হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জ্যোতির্ময় কর ও অন্যান্য আধিকারিকরা।-

No comments