Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আজ বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পূজা সরস্বতীপূজা-বিধি

আজ বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পূজা সরস্বতীপূজা-বিধি (যারা পটে বা ছবিতে, বাসায় বা বাড়িতে পূজা করবেন, তাদের জন্য)স্নান করে/পবিত্র হয়ে, শুদ্ধবস্ত্র পরিধান করে, পূজাস্থলে গিয়ে, প্রথমে প্রণাম করে, পূজার দ্রব্যাদি ঠিকমত দেখে নিয়ে, ধূপ-দী…

 




আজ বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পূজা সরস্বতীপূজা-বিধি 

(যারা পটে বা ছবিতে, বাসায় বা বাড়িতে পূজা করবেন, তাদের জন্য)

স্নান করে/পবিত্র হয়ে, শুদ্ধবস্ত্র পরিধান করে, পূজাস্থলে গিয়ে, প্রথমে প্রণাম করে, পূজার দ্রব্যাদি ঠিকমত দেখে নিয়ে, ধূপ-দীপ জ্বালিয়ে, পূর্ব বা উত্তরদিকে মুখ করে আসনে বসতে হবে।

এরপর যথাসাধ্য ইষ্টমন্ত্র বা ওঁ মন্ত্র জপ করতে হবে।

হাতজোড় করে প্রার্থনা করতে হবে :

ওঁ সর্বমঙ্গল মঙ্গল্যং বরেণ্যং বরদং শুভম্।

নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ।।

আচমন মন্ত্র :

ওঁ বিষ্ণু, ওঁ বিষ্ণু, ওঁ বিষ্ণু। 

ওঁ তদ্বিষ্ণোঃ পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবীব চক্ষুরাততম্। 

ওঁ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাস্থাং গতো-অপি বা। 

যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্য-অভ্যন্তরঃ শুচি।।


পুণ্যাহ-বচন :

দূর্বা ও আতপ চাল হাতে নিয়ে পাঠ করতে হবে .....

১। ওঁ কর্তব্যে- অস্মিন্ লক্ষ্মী-আদি দেবতাসহিত সরস্বতীপূজা কর্মণি, ওঁ পুণ্যাহং ভবন্তো ব্রুবস্তু, ওঁ পুণ্যাহং, ওঁ পুণ্যাহং, ওঁ পুণ্যাহং (আতপ চাল চারিদিকে ছড়াতে হবে)।

২। ওঁ কর্তব্যে- অস্মিন লক্ষ্মী-আদি দেবতাসহিত সরস্বতীপূজা কর্মণি, ওঁ স্বস্তি ভবন্তো ব্রুবস্তু, ওঁ স্বস্তি, ওঁ স্বস্তি, ওঁ স্বস্তি ( আতপ চাল চারিদিকে ছড়াতে হবে)।

৩। ওঁ কর্তব্যে- অস্মিন লক্ষ্মী-আদি দেবতাসহিত সরস্বতীপূজা কর্মণি, ওঁ ঋদ্ধিং ভবন্তো ব্রুবস্তু, ওঁ ঋদ্ধতাম, ওঁ ঋদ্ধতাম, ওঁ ঋদ্ধতাম ( আতপ চাল চারিদিকে ছড়াতে হবে)।

নিচের মন্ত্রটি পাঠ করে চাল ছড়াতে হবে—

ওঁ স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ স্বস্তিঃ ন পূষা বিশ্ববেদাঃ।

স্বস্তি নস্তার্ক্ষ্যো-অরিষ্টনেমিঃ স্বস্তিঃ ন  বৃহস্পতির্দধাতু।।

ওঁ স্বস্তি ওঁ স্বস্তি ওঁ স্বস্তি।।

সংকল্প :

তাম্রপাত্রে কুশ, তিল, তুলসী, হরীতকী, গন্ধপুষ্প, আতপচাল ও জল নিয়ে ডান হাঁটু মাটিতে মুড়ে বামহাতে ঐ তাম্রপাত্রটি রেখে ডানহাতে ঢেকে বা আচ্ছাদিত করে পূর্বমুখী হয়ে বলতে হবে-

বিষ্ণুরোম তৎসদদ্য, মাঘে মাসি মকর রাশিস্থে ভাস্করে শুক্লপক্ষে পঞ্চম্যান্তিথৌ অমুক গোত্রঃ অমুক দেবশর্ম্মা ( নিজের নাম, গোত্রঃ ) শ্রীসরস্বতী প্রীতিকামনায়ঃ গণপত্যাদি-নানাদেবতা পূজাপূর্বক- লক্ষ্মী-মস্যাধার-লেখনীসহিত-সরস্বতী পূজা কর্মাহং করিষ্যামি ।

সংক্ষেপে ঘটস্থাপন :

যথারীতি ঘটের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে এই মন্ত্র পাঠ করতে হবে—

হ্রীং গঙ্গাদ্যাঃ সরিতঃ সর্বাঃ সরাংসি জলদা নদাঃ।

হ্রদাঃ প্রসবণাঃ পুণ্যাঃ স্বপাতাল মহীং গতাঃ।

সর্বতীর্থানি পুণ্যানি ঘটে কুর্বস্তু সন্নিধিম্।।

হাতজোড় করে পাঠ করতে হবে—

ওঁ সর্বতীর্থ-উদ্ভবং বারি সর্বদেব সমন্বিতং।

ইমং ঘটং সমারুহ্য তিষ্ঠ দেবগণৈঃ সহ।।

জলশুদ্ধি :

কোশা বা তাম্রপাত্রে অনামিকা আঙ্গুলের দ্বারা জল ছুঁয়ে পাঠ করতে হবে-

ওঁ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরি সরস্বতী।

নর্মদে সিন্ধু কাবেরি জলে- অস্মিন সন্নিধিং কুরু।।

শুদ্ধিজল সকল পূজার দ্রব্যে ছিঁটিয়ে দিতে হবে। নিজ দেহ ও ভক্তদের মাঝেও ছিঁটিয়ে দিতে হবে। 

পুষ্পশুদ্ধি :

ফুলে হাত দিয়ে বলতে হবে-

ওঁ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে।

পুষ্পচয়াবকীর্ণে চ হূং ফট্ স্বাহা।।

আত্মরক্ষা :

হৃদয়ে হাত দিয়ে এ মন্ত্র পাঠ করতে হয়-

ওঁ দুর্গে দুর্গে রক্ষণি স্বাহা। 

ওঁ আং হূং ফট স্বাহা।। 

প্রাণায়াম :

ইষ্টমন্ত্র বা প্রণবমন্ত্র (ওঁ) শ্বাসত্যাগ এবং শ্বাসগ্রহণের সময়ে ১।৪।২ সংখ্যক হারে জপ করতে হবে। অর্থাৎ, নিঃশ্বাস গ্রহণ করবেন ১ সেকেন্ডে, ধরে রাখবেন ৪ সেকেন্ড এবং ত্যাগ করবেন ২ সেকেন্ডে। 

গণেশাদি পঞ্চদেবতার পূজা :

তাম্রপাত্র বা বাণেশ্বর শিবলিঙ্গের উপরে সচন্দন ফুল দিয়ে নিচের মন্ত্রে পূজো করতে হয়। যেমন-

ঐং এতে গন্ধপুষ্পে শ্রীগুরুবে নমঃ। 

ওঁ এতে গন্ধপুষ্পে গণেশায় নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে শিবাদি পঞ্চদেবতাভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে সর্বেভ্যো দেবেভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে সর্বাভ্যো দেবীভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে কৃষ্ণপক্ষায় নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে শুক্লপক্ষায় নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে অমাবস্যায়ৈ নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে পূর্ণিমায়ৈ নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে পূজনীয় গ্রাম্যদেবতাভ্যো নমঃ।।


সরস্বতী দেবীর ধ্যান :

সচন্দন পুষ্প হাতে নিয়ে ধ্যান করতে হবে এই মন্ত্রে-

ওঁ তরুণ-শকলমিন্দো-র্বিভ্রতী শুভ্রকান্তিঃ কুচভর-নমিতাঙ্গী সন্নিষণ্ণা সিতাব্জে।

নিজকর কমলোদ্যল্লেখনী-পুস্তকশ্রীঃ সকল বিভবসিদ্ধ্যৈ পাতু বাগদেবতা নঃ।।

মানসপূজা :

মনে মনে/হৃদয়ে সরস্বতী ধ্যান ও পূজো করতে হবে। মানসপূজা মানে, মনে মনে সকল দ্রব্যাদি দিয়ে দেবীর বন্দনা করবে। বলবে, 'মা তুমি তোমার অধম সন্তানের সামান্য পূজা গ্রহণ করো'।

আবাহন : ঘটে আবাহন করতে হবে।

ঐং শ্রীভগবতি সরস্বতী দেবী ইহাগচ্ছ ইহাগচ্ছ, ইহতিষ্ঠ ইহতিষ্ঠ, ইহ সন্নিহিতা ভব, ইহ সন্নিহিতা ভব, ইহ সন্নিরুদ্ধা ভব, ইহ সন্নিরুদ্ধা ভব, ইহ সম্মুখীভব, ইহ সম্মুখীভব, অত্র অধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহাণ।


পঞ্চ উপাচারে পূজা :

ঘটের মধ্যে যে দেবীকে আবাহন করলেন, সেখানে তাঁর সংক্ষিপ্ত পূজা...

১। এষ গন্ধ ওঁ ঐং সরস্বত্যৈ নমঃ। 

২। এষ ধূপ ওঁ ঐং সরস্বত্যৈ নমঃ।

৩। এষ দীপ ওঁ ঐং সরস্বত্যৈ নমঃ।

৪। এষ সচন্দন-পুষ্পম ওঁ ঐং সরস্বত্যৈ নমঃ।

৫। এষ নৈবেদ্যং ওঁ ঐং সরস্বত্যৈ নমঃ।

সরস্বতী গায়ত্রী :

ওঁ বাগদেব্যৈ বিদ্মহে কামরাজায় ধীমহি।

তন্নঃ দেবী প্রচোদয়াৎ ওঁ।।

জপ : ঐং মন্ত্র দশবার ( ১০ ) জপ করতে হবে। যথাসাধ্য ইষ্টমন্ত্র জপ করবেন। 

জপ সমর্পণ :

ওঁ গুহ্যাতি গুহ্য গোপ্তা ত্বং গৃহাণাস্মাৎ কৃতং জপম্।

সিদ্ধির্ভবতু মে দেবী ত্বৎ প্রসাদাৎ মহেশ্বরী।। 

পুষ্পাঞ্জলি :

ওঁ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। 

বেদবেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্যঃ এব চ।। 

এষঃ সচন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলিঃ ওঁ ঐং সরস্বত্যৈ নমঃ।।

প্রণাম :

ওঁ জয় জয় দেবি চরাচরসারে কুচযুগশোভিত মুক্তাহারে। 

বীণা রঞ্জিত পুস্তকহস্তে ভগবতী ভারতি দেবী নমস্তে।। 

ওঁ সরস্বতি মহাভাগে বিদ্যে কমললোচনে। 

বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমো-স্তুতে।।


সরস্বতী পূজার পর পঞ্চ উপাচারে লক্ষ্মীপূজা ও নারায়ণপূজা করতে হবে। এর পরে লেখনী, মস্যাধার, বাদ্যযন্ত্র ও পুস্তককে গন্ধপুষ্পে পূজা করতে হবে। যথা-

* এতে গন্ধপুষ্পে ওঁ লেখন্যৈ নমঃ। 

* এতে গন্ধপুষ্পে ওঁ মস্যাধারায় নমঃ। 

* এতে গন্ধপুষ্পে ওঁ বাদ্যযন্ত্রেভ্যো নমঃ। 

* এতে গন্ধপুষ্পে ওঁ পুস্তকেভ্যো নমঃ। 


দেবীর বাহনকে গন্ধপুষ্পে পূজা করতে হবে।

এতে গন্ধপুষ্পে ওঁ হংসায় নমঃ।। 

আবীর অভ্র দিয়ে ‘ইদং রাগদ্রব্যং ওঁ ঐং সরস্বত্যৈ নমঃ’ বলে পূজা করতে হবে। দেবীকে আম্রমুকুল ও পলাশ ফুল দিতে হয়।

দেবী সহ সকলের উদ্দেশ্যে ভোগ বা প্রসাদ নিবেদন করবে। মনে মনে ভাববে, তিনি আপনার প্রসাদ গ্রহণ করেছেন।

এরপর আরতি করে, প্রণাম করে, ইষ্টমন্ত্রাদি জপ করে, ক্ষমা প্রার্থনা করে, পূজা শেষ করতে হবে।

পূজান্তে পাঁচালী পাঠ ও প্রসাদ বিতরণ করতে হবে।

No comments