Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথির জুনপুট উপকূল থেকে পরীক্ষামূলকভাবে মিসাইল ছোঁড়া হবে

কাঁথির জুনপুট উপকূল থেকে পরীক্ষামূলকভাবে ওই মিসাইল ছোঁড়া হবে
 পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকা থেকে ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ মিসাইল টেস্ট লঞ্চ করতে চলেছে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশান(ডিআরডিও)। কাঁথির জুনপুট উপকূল থ…

 



কাঁথির জুনপুট উপকূল থেকে পরীক্ষামূলকভাবে ওই মিসাইল ছোঁড়া হবে


 পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকা থেকে ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ মিসাইল টেস্ট লঞ্চ করতে চলেছে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশান(ডিআরডিও)। কাঁথির জুনপুট উপকূল থেকে পরীক্ষামূলকভাবে ওই মিসাইল ছোঁড়া হবে। জেলাশাসক তানবীর আফজল একথা জানিয়েছেন। তিনি বলেন, মিসাইলের লঞ্চিং প্যাড তৈরির জন্য জুনপুটে ডিআরডিওকে রাজ্য সরকার জমি দিয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চে ডিআরডিও ওই জায়গা থেকে টেস্ট লঞ্চ হবে। অন্যদিকে, বালেশ্বর থেকেও একটি মিসাইল ছোঁড়া হবে। দু'টি মিসাইল মাঝপথে একে অপরকে কীভাবে 'ইন্টারসেপ্ট' বা বিচ্ছিন্ন করে সম্ভবত সেই বিষয়ে গবেষণা করবে ডিআরডিও। 

জানা গিয়েছে, রাজ্যের উপকূল এলাকা থেকে প্রথম এধরনের মিসাইল টেস্ট লঞ্চ হচ্ছে। রাজ্যের উপকূল এলাকার নিরাপত্তা ও নজরদারি বাড়াতে কেন্দ্রীয় প্রতিরক্ষা এজেন্সিগুলি বাড়তি গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্যেই রাজ্যের উপকূলে মিসাইল টেস্ট লঞ্চ প্যাড গড়ে তোলা হচ্ছে বলে মনে করছে জেলা প্রশাসন। মঙ্গলবার অন্যতম কেন্দ্রীয় প্রতিরক্ষা এজেন্সি ভারতীয় কোস্টগার্ডের আইজি ইকবাল সিং চৌহান হলদিয়া এসে জানিয়েছেন, রাজ্যে আরও দুটি রেডার স্টেশন গড়ছে কোস্টগার্ড। একটি রেডার স্টেশন হচ্ছে জুনপুটে। বুধবার হলদিয়ায় এসে জেলাশাসক বলেন, উপকূলের নিরাপত্তায় কোস্টগার্ড আরও নজরদারি বাড়াচ্ছে। রেডার স্টেশনে যাওয়ার জন্য কোস্টগার্ড জমি চেয়েছিল। রাস্তার জন্য জমি শুধু নয়, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় রাস্তাও করে দিয়ে জাতীয় নিরাপত্তায় সহায়তা করছে রাজ্য। 


No comments