উচ্চ পর্যায়ে প্রশাসনিক দপ্তরের রদবদল
রাজ্য প্রশাসনে আইএএস এবং ডব্লুবিসিএস (এগজিকিউটিভ) আধিকারিক পর্যায়ে বড় ধরনের রদবদল করল নবান্ন। বুধবার কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর মোট ২৪ জন আইএএস এবং ১৩৩ জন ডব্লুবিসিএস অফিসারের বদলি …
উচ্চ পর্যায়ে প্রশাসনিক দপ্তরের রদবদল
রাজ্য প্রশাসনে আইএএস এবং ডব্লুবিসিএস (এগজিকিউটিভ) আধিকারিক পর্যায়ে বড় ধরনের রদবদল করল নবান্ন। বুধবার কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর মোট ২৪ জন আইএএস এবং ১৩৩ জন ডব্লুবিসিএস অফিসারের বদলি সংক্রান্ত নির্দেশ জারি করেছে। আইএএস অফিসারদের পর্যায়ে কয়েকটি দপ্তরে সচিবদের অতিরিক্ত দপ্তর দেওয়ার পাশপাশি ডিভিশনাল কমিশনার, অতিরিক্ত জেলাশাসক সহ বিভিন্ন পদে বদলি হয়েছে। ডব্লুবিসিএস অফিসার পর্যায়ে ২২ জন বিডিও, চারজন এসডিও এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন পদে এই বদলির নির্দেশ দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আগে প্রশাসন ও পুলিসে এর আগেও অনেক বদলি হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে তিনবছর ধরে একই পদে এবং নিজের জেলায় কর্মরত প্রশাসনিক ও পুলিস আধিকারিকদের বদলি ৩১ জানুয়ারির আগেই কার্যকর করা হয়েছে। এই বদলি সংক্রান্ত রিপোর্ট নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর প্রশাসন ও পুলিসে রদবদলের বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের আওতায় চলে আসবে। তার আগে প্রশাসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল করা হল।
বিভাগীয় সচিব পর্যায়ে প্রভাতকুমার মিশ্রকে সেচ এবং জলসম্পদ দপ্তরের পাশাপাশি কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। উপভোক্তা ও পরিবেশ দপ্তরের সচিব রোশনি সেন মৎস্য ও জলসম্পদ দপ্তরের দায়িত্ব পেয়েছেন। মনোজ আগরওয়াল দমকলের সঙ্গে তথ্য-প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের সচিবের দায়িত্ব পেলেন। কলকাতা পুরসভার কমিশনার ও কেএমডিএ’র সিইও বিনোদ কুমার সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা এবং কারা দপ্তরের সচিবের দায়িত্ব পেয়েছেন। প্রেসিডেন্সি ডিভিশনের কমিশনার পদে এলেন জগদীশ প্রসাদ মিনা। অবনীন্দ্র সিং বর্ধমান ডিভিশনের, মহম্মদ গুলাম আনসারি মালদহ ডিভিশনের, আয়েশা রানি মেদিনীপুর ডিভিশনের কমিশনার পদে বদলি হয়েছেন। দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর ও ঝাড়গ্রাম জেলায় অতিরিক্ত জেলাশাসক পদে তিনজন আইএএস অফিসারকে বদলি করা হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দার্জিলিং জেলায় তিনজন ডব্লুবিসিএস অফিসারকে অতিরিক্ত জেলাশাসক পদে বদলি করা হয়েছে। ডায়মন্ডহারবার, বারাসত সদর, তমলুক ও পূর্ব বর্ধমান সদর দক্ষিণে চারজন ডব্লুবিসিএস অফিসারকে বদলি করা হয়েছে।
No comments