কনকনে শীতের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিজাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তারই মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে সৈকতের জেলা পূর্ব মেদিনীপুর মেঘলা আবহাওয়া। কাঁথি, এগরা, পটাশপুর, হলদিয়া সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি …
কনকনে শীতের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি
জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তারই মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে সৈকতের জেলা পূর্ব মেদিনীপুর মেঘলা আবহাওয়া। কাঁথি, এগরা, পটাশপুর, হলদিয়া সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা দিয়েছে। মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা পারদ কিছুটা নিচে রয়েছে। তবে আবহাওয়াবিদদের অনুমান রাতের দিকে এই তাপমাত্রা বাড়তে পারে।
তবে কনকনে শীতের মধ্যে কেন এই বৃষ্টি ? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরপ্রদেশ এলাকায় ঘূর্ণবাত তৈরি হয়েছে। বিহার ও ঝাড়খন্ড মুখী হচ্ছে । অন্যদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় বছর শুরু মাসেই কোন কোন শীতের মধ্যে বৃষ্টিপাত দেখা দিয়েছে বঙ্গের একাধিক জেলায়। বাদ যায়নি পূর্ব মেদিনীপুরও । তবে শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর।
No comments