ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/GZ9Um43UMkk?si=bZ-afdIN_o393iEc
হীরক জয়ন্তী বর্ষে ৬০ বছরের উত্তীর্ণ হল ডালিম্বচক টেকনিক্যাল হাই স্কুল উচ্চ মাধ্যমিক
ডালিম্বচক টেকনিক্যাল হাই স্কুল উচ্চ মাধ্যমিক দেখতে দেখতে প্রায় ৬০ বছরের প…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/GZ9Um43UMkk?si=bZ-afdIN_o393iEc
হীরক জয়ন্তী বর্ষে ৬০ বছরের উত্তীর্ণ হল ডালিম্বচক টেকনিক্যাল হাই স্কুল উচ্চ মাধ্যমিক
ডালিম্বচক টেকনিক্যাল হাই স্কুল উচ্চ মাধ্যমিক দেখতে দেখতে প্রায় ৬০ বছরের পড়ল। জানা যায় ১৯৬৪ খ্রিস্টাব্দে ১লা জানুয়ারি এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ভূমিদাতা এবং শুভানুধ্যায়ী বর্গের প্রচেষ্টায় যে বিদ্যালয়ের সূচনা হয়েছিল। বহু পথে অতিক্রান্ত হয়ে অবশেষে সেই বিদ্যালয়টি হীরক জয়ন্তী বর্ষে উন্নীত হয়েছে। হীরক জয়ন্তী বর্ষ কমিটি নিরলস প্রচেষ্টায় শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা আন্তরিক সহযোগিতায় বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক সহশিক্ষক শিক্ষিকা বৃন্দ ও শিক্ষা সহায়ক কর্মীবৃন্দের অক্লান্ত পরিশ্রম। শ্রদ্ধাশীল প্রাক্তন শিক্ষকবৃন্দের যথার্থ উৎসাহ দান বিশিষ্ট ব্যক্তিবর্গের অগণিত সাধারণ মানুষের আশীর্বাদ পাথেয় করে ১১-১২ ই জানুয়ারি দুদিনের হীরক জয়ন্তী উৎসব কেন্দ্র করে সকাল থেকে সুসজ্জিত প্রভাত ফেরির মধ্য দিয়ে এই হীরক জয়ন্তী উৎসবের সূচনা হয় ।
উৎসব কমিটির সহ-সম্পাদক দীপক রায়, যুগ্ম-সম্পাদক আলোক রঞ্জন দাস, সচিদানন্দ দাস, কার্যকর সভাপতি মিহির দাস। হীরক জয়ন্তী উৎসব কমিটি সহ-সভাপতিবৃন্দ শক্তিপদ পট্টনায়ক, কানাইলাল প্রামাণিক, শ্রীকান্ত মাইতি শ্রীমতীর টিংকু মন্ডল, অনিল মাইতি অশোক কুমার মাইতি, শচীন সান্ধকী, হরিহর চক্রবর্তী, গণেশ প্রামাণিক। স্কুলের প্রধান শিক্ষক উচ্চ পরিচালনা সভাপতি অমিতাভ নন্দ বলেন ১১ই জানুয়ারি সকালে সুসজ্জিত ট্যাবলু রম্পা শোভাযাত্রা সহকারে এলাকা পরিক্রমা মধ্য দিয়ে হীরক জয়ন্তী বর্ষের উদযাপনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সম্মানীয় পূজ্যপাত স্বামী এক রূপ আনন্দ মহারাজ সহ-সম্পাদক রামকৃষ্ণ মঠ ও মিশন সেবাশ্রম তমলুক হীরক জয়ন্তী বর্ষে বই প্রকাশিত হয় হীরক দুটি প্রকাশকালে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত ২০২৩ শিক্ষক সাহিত্যক টুরিয়াচাঁদ বাস্কে। উপস্থিত মঞ্চে সারা জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা পদাধিকারী গন। প্রধান শিক্ষক অমিতাভ নন্দ বলেন আমরা একজন ভূমিদাতা৺তরেন্দ্রনাথ মাজী, যার দ্বারা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল সন্দেহ ৺বঙ্কিম ব্রহ্মচারীর হাত ধরে। ৺বসন্তকুমার মাইতি তিনিও ভূমিদাতা রয়েছেন। আগামী দিনেই তাদের পরিবারের সঙ্গে কথা বলে আমরা তিনজন ভূমিদাতা রয়েছেন। তাদের পরিবারের সঙ্গে কথা বলে আগামী মুর্তি বসানো হবে।
No comments