মেছেদা স্টেশনের স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন
বর্দ্ধমানে রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার পর গত কয়েকদিন আগে দক্ষিন পূর্ব রেলওয়ের উচ্চ পদস্থ আধিকারিকেরা পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা স্টেশনের ফুট ওভারব্রীজ…
মেছেদা স্টেশনের স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন
বর্দ্ধমানে রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার পর গত কয়েকদিন আগে দক্ষিন পূর্ব রেলওয়ের উচ্চ পদস্থ আধিকারিকেরা পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা স্টেশনের ফুট ওভারব্রীজটির স্বাস্থ্যপরীক্ষা করতে এসে হঠাৎ করে ফুট ওভারব্রীজটি বন্ধ করে দেওয়ার ফলে সমস্ত যাত্রীদের ঘুরপথে আপ ও ডাউন ট্রেন ধরতে হচ্ছে। ফলস্বরূপ সারা জেলার হাজার- হাজার যাত্রীদের মধ্যে প্রবল বিক্ষোভ সৃষ্টি হয়েছে।
নাগরিক প্রতিরোধ মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আজ কয়েক শত যাত্রীদের স্বাক্ষর সম্বলিত সুনির্দিষ্ট দাবি নিয়ে স্টেশন ম্যানেজার শম্ভু নাথ ঘোড়ইয়ের কাছে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন নাগরিক প্রতিরোধ মঞ্চ পূর্ব মেদিনীপুর জেলার আহ্বায়ক মধুসূদন বেরা, মঞ্চের মেচেদা শাখার সভাপতি সুজয় মাইতি,অজিত মাইতি,স্বরূপ পাল,সুব্রত দাস,স্বপন মন্ডল প্রমুখ।
স্টেশন ম্যানেজার দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং তার পক্ষে যে দাবীগুলি এখনই রূপায়ন করা সম্ভব, সেগুলো দু-তিন দিনের মধ্যে কার্যকরী করবেন। আর কিছু বিষয় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কার্যকরী করার উদ্যোগ নেবেন বলে জানান।
দাবিগুলির মধ্যে অন্যতম- আগামী এক মাসের মধ্যে নতুন ফুটওভার ব্রীজ চালু ও পুরনো ব্রীজ দ্রুত মেরামত, অবিলম্বে বাসস্ট্যান্ড থেকে স্টেশন যাওয়ার মুখে আবর্জনার স্তূপ অপসারণ, বিকল্প রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অফিস যাওয়ার এবং ফেরার সময় মাল গাড়ির Yard Marsaling না করা, পানের বুকিং কাউন্টারের কাছে অস্থায়ী টিকিট কাউন্টার চালু,দীঘা লোকাল পূর্বের মত চালু রাখা,গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন যেমন পুরুলিয়া-অারণ্যক-ইস্পাত প্রভৃতি মেচেদায় স্টপেজের ব্যবস্থা,বাসস্ট্যান্ড থেকে চিমুটিয়া রেলগেট পর্যন্ত রাস্তাটি মেরামত,যাত্রীদের সুরক্ষার জন্য ৬ নম্বর প্লাটফর্মের লাইন বরাবর কিছুটা অংশ টিন অথবা বাঁশ দিয়ে ব্যারিকেড করা প্রভৃতি।
No comments