Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাংলায় কংগ্রেসের সঙ্গেও ‘হাত’ মেলাতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলায় কংগ্রেসের সঙ্গেও ‘হাত’ মেলাতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সিপিএমের সঙ্গে জোট নয়। ঘোষণা করেছিলেন আগেই। এবার বাংলায় কংগ্রেসের সঙ্গেও ‘হাত’ মেলাতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের বৈঠকে তিনি অ…

 



বাংলায় কংগ্রেসের সঙ্গেও ‘হাত’ মেলাতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সিপিএমের সঙ্গে জোট নয়। ঘোষণা করেছিলেন আগেই। এবার বাংলায় কংগ্রেসের সঙ্গেও ‘হাত’ মেলাতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের বৈঠকে তিনি অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আলোচনা পর্ব চলছে বিরোধী মহাজোটে। তার মধ্যেই এদিন মুর্শিদাবাদের নেতাদের নিয়ে কালীঘাটে সাংগঠনিক বৈঠকে বসেছিলেন মমতা। সূত্রের খবর, সেখানে নেত্রী ওই জেলার তিনটি লোকসভা আসন ধরে বাংলার ৪২টি কেন্দ্রেই একক লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছেন। অর্থাৎ, ইঙ্গিত স্পষ্ট—লোকসভায় কংগ্রেসের বর্তমান দলনেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে বহরমপুরে প্রার্থী দেবে তৃণমূল। তবে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতার সুসম্পর্ক সর্বজনবিদিত। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীকে ইন্ডিয়ার বৈঠকে তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন, বাংলায় বিজেপিকে রুখতে তৃণমূল একাই যথেষ্ট। তবে শেষ পর্যন্ত হাতশিবিরের বিরুদ্ধে মমতা এতটা অনড় থাকবেন কি না, সেব্যাপারে প্রশ্ন থাকছেই।

কেন প্রশ্ন থাকছে? কারণ, ইন্ডিয়ার প্রায় প্রতিটি বৈঠকে মমতা দাবি করেছেন, বাংলায় বিজেপিকে ক্রমাগত হারিয়ে চলেছে তৃণমূল। রাজ্যে মাত্র দু’জন সাংসদ কংগ্রেসের। শেষ সবক’টি নির্বাচনে তাদের ফলাফল মোটেই আশাব্যঞ্জক নয়। তবু আসন সমঝোতা নিয়ে খোলামনে আলোচনা করতে রাজি তিনি। যদিও এব্যাপারে তাঁর ফর্মুলা স্পষ্ট, লড়াই হোক একের বিরুদ্ধে এক। অর্থাৎ, বিজেপির বিরুদ্ধে যে রাজ্যে যে দল শক্তিশালী, সেখানে তাদেরই প্রার্থী থাকবে। সমর্থন জানাবে বাকিরা। জানা গিয়েছে, সেই সূত্র ধরেই বাংলায় সব আসনে প্রার্থী দিতে চাইছেন তৃণমূলনেত্রী। গত ডিসেম্বর মাসের শেষে উত্তর ২৪ পরগনার চাকলায় দলীয় কর্মসূচিতে তিনি এব্যাপারে প্রাথমিক ইঙ্গিত দিয়েছিলেন। প্রকাশ্য সভায় বলেছিলেন, ‘সারা ভারতে ইন্ডিয়া থাকবে। আর বাংলায় লড়াই করবে তৃণমূল।’

এই বক্তব্যের জোরালো প্রতিধ্বনি শোনা গিয়েছে এদিনের বৈঠকে। মমতা বলেছেন, ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে মুর্শিদাবাদ জেলার তিনটি আসনেই জয় সম্ভব। ওই আসনগুলির মধ্যে একমাত্র বহরমপুর কংগ্রেসের দখলে। লোকসভা ভোটের ফল বলছে, ২০১৪ সালে সাড়ে তিন লক্ষ ব্যবধানে জয়ী হয়েছিলেন অধীর। ২০১৯ সালে তা ৮০ হাজারে নেমে আসে। সূত্রের খবর, বৈঠকে মুর্শিদাবাদের এক তৃণমূল নেতা অধীরের বিষয়ে বলতে উঠলে থামিয়ে দেন মমতা। বলেন, ‘কংগ্রেস কোনও ফ্যাক্টর নয়। আর ছাড়ুন ওঁর কথা।’ তার জেরেই বহরমপুর এবং মালদহ উত্তর আসনটি কংগ্রেসকে ছাড়া হবে কি না, সেই প্রশ্ন উঠে গিয়েছে।

No comments