স্বপন নস্করের আত্মার শান্তি কামনা লোকসভা ভোটে জয়লাভ করে দেখানোর অঙ্গীকার - কুনালপূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হলদিয়ার বিশিষ্ট সমাজসেবী হলদিয়া পৌরসভার তিনবারের কাউন্সিলর প্রয়াত স্বপন নস্করের স্মরন সভা অ…
স্বপন নস্করের আত্মার শান্তি কামনা লোকসভা ভোটে জয়লাভ করে দেখানোর অঙ্গীকার - কুনাল
পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হলদিয়ার বিশিষ্ট সমাজসেবী হলদিয়া পৌরসভার তিনবারের কাউন্সিলর প্রয়াত স্বপন নস্করের স্মরন সভা অনুষ্ঠিত হয় দুর্গাচক ক্ষুদিরাম স্কয়ারে। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ।
প্রয়াত স্বপন নস্করের স্মরন সভায় দাঁড়িয়ে শিল্প শহর হলদিয়া বিধানসভা সহ তমলুক লোকসভা তৃণমূল কংগ্রেসের জয়ের পতাকা উড়ানোর আহ্বান জানালেন। তিনি বলেন প্রয়াত স্বপন নস্কর পার্টির এখনিষ্ঠ কর্মী ছিলেন তিনার আত্মা শান্তি তখনই পাবে। আমরা তমলুক লোকসভা সহ হলদিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের জয়লাভের মধ্য দিয়ে।
No comments