নতুন বছরের শুরুতেই জেলা পুলিশের রদবদলজেলা পুলিশের বড় কর্তাদের এবারে রদবদল নতুন বছরের শুরুতেই। আসন্ন লোকসভা ভোটের দামামা কার্যত বেজেই গিয়েছে। এখন শুধু ভোট ঘোষণার অপেক্ষা। এই আবহে পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশের বড় কর্তা বদল নিয়…
নতুন বছরের শুরুতেই জেলা পুলিশের রদবদল
জেলা পুলিশের বড় কর্তাদের এবারে রদবদল নতুন বছরের শুরুতেই। আসন্ন লোকসভা ভোটের দামামা কার্যত বেজেই গিয়েছে। এখন শুধু ভোট ঘোষণার অপেক্ষা। এই আবহে পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশের বড় কর্তা বদল নিয়ে জোর চর্চা।যাঁরা জেলায় তিন বছর ধরে পোস্টিং, নিয়ম মেনে পদ অনুসারে তাঁরা বদলি হচ্ছেন। বিরোধীরা সব কাজেই অন্য গন্ধ পান। জেলা পুলিশ সূত্রে খবর, এটি একেবারেই রুটিন বদলি।
জেলার হেড কোয়ার্টারের অতিরিক্ত পুলিশ আধিকারিক সৈয়দ এমএম হাসানকে এবার জেলা থেকে সরানো হয়েছে। জেলা হেড কোয়ার্টার (এএসপি) এমএম হাসান গেলেন ঝাড়গ্রাম হেড কোয়ার্টারে। তাঁর জায়গায় পূর্ব মেদিনীপুরে এলেন আইপিএস নিখিল আগরওয়াল। বোলপুরে ছিলেন তিনি।অন্যদিকে শিল্পতালুক হলদিয়াতে দায়িত্বে ছিলেন সেই মহকুমা পুলিশ আধিকারিক রাহুল পাণ্ডে গেলেন অতিরিক্ত পুলিশ সুপার হয়ে পূর্ব বর্ধমান জেলায়। তার জায়গায় আনা হয়েছে দার্জিলিং থেকে মনোরঞ্জন ঘোষ (ডব্লুবিপিএস)কে। অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) পদে এসেছেন শ্যামলকুমার মণ্ডল (ডব্লুবিপিএস)। কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার মানব সিংলা যাওয়ার পর বেশ কিছুদিন এই পদ ফাঁকা ছিল। সেই পদে আসছেন শুভেন্দ্র কুমার (আইপিএস)। শিলিগুড়ি কমিশনারেট থেকে আসছেন তিনি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলার পুলিশ কর্তা বদলের পাশাপাশি একাধিক শূন্যপদেও আধিকারিক আনা হয়েছে বলে জানা গিয়েছে। তিন বছর আগে তৈরি হয়েছিল অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) পদ। তবে এতদিন কেউ সেই পদে ছিলেন না বলেই জেলা প্রশাসন সূত্রে খবর। এবার সেই পদে আধিকারিকরা এলেন। পুলিশের এই রদবদল নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে ।
No comments