হলদিয়াতে সাড়ম্বরে কল্পতরু দিবস উদযাপন
ইংরেজি নতুন বছরে ১লা জানুয়ারি 2024 বর্ষবরণের পাশাপাশি কল্পতরু দিবস উদযাপন হল হলদিয়ার খঞ্জনচক রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমে । মঙ্গল আরতি মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে । সারাদিন পূজা - প…
হলদিয়াতে সাড়ম্বরে কল্পতরু দিবস উদযাপন
ইংরেজি নতুন বছরে ১লা জানুয়ারি 2024 বর্ষবরণের পাশাপাশি কল্পতরু দিবস উদযাপন হল হলদিয়ার খঞ্জনচক রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমে । মঙ্গল আরতি মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে । সারাদিন পূজা - পাঠ, হোম ও ভজন গান পরিবেশিত হয় । সেইসঙ্গে পেট্রো কার্বন কেমিক্যাল ও প্রাঃ লিঃ হলদিয়ার সহযোগিতায় এগরায় চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল । এই শিবিরে প্রায় শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা করেন। কল্পতরু দিবসের অনুষ্ঠানে পৌরহিত্য করেন রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম, হলদিয়া সাধারণ সচিব পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিবেকাত্মানন্দ (বিবেক মহারাজ)।
No comments