Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খেজুরিতে ফের বিজেপির হামলার মুখে পড়ল তৃণমূল

খেজুরিতে ফের বিজেপির হামলার মুখে পড়ল তৃণমূল। শনিবার তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষকান্তি পণ্ডা সহ ব্লক নেতৃত্ব সন্ত্রস্ত হলুদবাড়ি পঞ্চায়েত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। কার্তিকখালি গ্রামে পরিদর্শন করার সময় বিজেপির লোকজন চ…

 




খেজুরিতে ফের বিজেপির হামলার মুখে পড়ল তৃণমূল। শনিবার তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষকান্তি পণ্ডা সহ ব্লক নেতৃত্ব সন্ত্রস্ত হলুদবাড়ি পঞ্চায়েত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। কার্তিকখালি গ্রামে পরিদর্শন করার সময় বিজেপির লোকজন চড়াও হয়। ওই গ্রামে গত টার্মের তৃণমূলের পঞ্চায়েত সদস্য গৌরী দাসের বাড়িতে মধ্যাহ্নভোজের আয়োজন ছিল। তাঁর বাড়িতে চড়াও হয় বিজেপির লোকজন। জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব সেখান থেকে কোনওরকমে বেরিয়ে যান। তারপর বিজেপির লোকজন এলাকায় বোমাবাজি করে বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যার বাড়িতে আসবাবপত্র, মোটর সাইকেল প্রভৃতি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য, গত পঞ্চায়েত ভোটে খেজুরি-২ ব্লকের হলুদবাড়ি পঞ্চায়েত দখল করার পরই এলাকায় তাণ্ডব চালায় বিজেপির লোকজন। দেখালি গ্রামে তৃণমূল কংগ্রেসের হলুদবাড়ি অঞ্চল পার্টি অফিস দখল করে বিজেপি। রাতারাতি তা বিজেপির পার্টি অফিসে পরিণত হয়। দেখালি গ্রামের তৃণমূল কর্মী পশুপতি সাউয়ের বাড়ি ভাঙচুর, ভেড়িতে বিষ দেওয়ার ঘটনা ঘটে। বিজেপির আক্রমণে হলুদবাড়ি থেকে বেশ কয়েকজন তৃণমূল কর্মী ঘরছাড়া হন। এখনও থমথমে গোটা এলাকা।

শনিবার সন্ত্রস্ত খেজুরি-২ ব্লকের হলুদবাড়ি পঞ্চায়েত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জেলা তৃণমূল সভাপতি। সঙ্গে ছিলেন খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডল, খেজুরি-২ ব্লক সভাপতি শ্যামল মিশ্র সহ অন্যান্যরা। তাঁরা নরসুল্লাচক, জগন্নাথচক, দেখালি ও মহামায়া গ্রাম ঘুরে কার্তিকখালি গ্রামে যান। ওই গ্রামে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য গৌরী দাসের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন ছিল। জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব কার্তিকখালি গ্রামে যেতেই পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা বিজেপি নেতা রঞ্জিত মণ্ডলের নেতৃত্বে দলের কর্মীরা সেখানে চড়াও হয় বলে অভিযোগ। তারা তৃণমূল নেতৃত্বকে অবিলম্বে এলাকা ছাড়ার ফতোয়া দেয়। কোনওরকমে খাওয়াদাওয়া সেরে সেখান থেকে চলে যান তৃণমূলের জেলা সভাপতি সহ বাকিরা। তারপরই প্রাক্তন ওই পঞ্চায়েত সদস্যার বাড়িতে হামলা চলে। এলাকায় বোমাবাজি করা হয় বলে অভিযোগ।

দলীয় কর্মীর বাড়িতে হামলার খবর পেয়ে তৃণমূলের জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব খেজুরি থানায় যান। তাঁরা ওই ঘটনায় যুক্ত বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান। এর আগে গত ১৬ডিসেম্বর দেখালি দেবত্তোর মোড়ে তৃণমূলের পথসভা চলাকালীন চারদিক দিয়ে ঘিরে আক্রমণ চালিয়েছিল বিজেপি। তৃণমূল নেতৃত্বকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয়। তাতে প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডলের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিসের গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়া হয়। মাত্র ২০দিনের ব্যবধানে আবারও সেই হলুদবাড়িতে আক্রান্ত হল তৃণমূল। গতবছর পঞ্চায়েত ভোটে হলুদবাড়ি পঞ্চায়েতে মোট ২৩টি আসনের মধ্যে বিজেপি ১৬টি এবং তৃণমূল সাতটি আসনে জয়ী হয়। তৃণমূলের জয়ী সাতজনের মধ্যে পাঁচজন মহিলা। শপথ নেওয়ার পর তাঁরা আর অফিসে যান না। বিদ্রুপের শিকার হয়ে তাঁরা পঞ্চায়েত অফিস বয়কটের সিদ্ধান্ত নেন। জেলা তৃণমূল সভাপতি বলেন, আমরা এদিন হলুদবাড়ি পঞ্চায়েত এলাকায় আক্রান্ত কর্মীদের বাড়ি পরিদর্শনে গিয়েছিলাম। সেসময় কার্তিকখালি গ্রামে আমাদের আটকায় বিজেপির লোকজন। আমরা বেরিয়ে আসার পর দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার বাড়িতে হামলা চালানো হয়েছে। বোমাবাজিও হয়েছে। আমরা পুলিসকে কঠোর পদক্ষেপ নিতে বলেছি। বিজেপির জেলা সভাপতি অরূপকুমার দাস বলেন, খেজুরির ঘটনা সম্পর্কে কিছু জানা নেই। খোঁজখবর নিচ্ছি। 

No comments