৭০ তম বর্ষপূর্তি উদযাপনে পুনর্মিলন উৎসব শোলাট মহেন্দ্র বালিকা বিদ্যাভবন
অত্যন্ত গ্রামাঞ্চলে নিরক্ষতা অজ্ঞতা অভিশাপ থেকে কন্যা সন্তানের জীবনে জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত করার জন্য শোলাট গ্রামবাসীর সহ শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্য…
৭০ তম বর্ষপূর্তি উদযাপনে পুনর্মিলন উৎসব শোলাট মহেন্দ্র বালিকা বিদ্যাভবন
অত্যন্ত গ্রামাঞ্চলে নিরক্ষতা অজ্ঞতা অভিশাপ থেকে কন্যা সন্তানের জীবনে জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত করার জন্য শোলাট গ্রামবাসীর সহ শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যাক্তিদের অক্লান্ত পরিশ্রমে এবং স্বর্গীয় মুক্তাকেশী সিনহা হাত ধরেই শোলাট মহেন্দ্র বালিকা বিদ্যাভবন ১লা জানুয়ারি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
অতিক্রম করে ৭১ বছরের পদার্পণ করেছে। সকল অভিভাবক অভিভাবিকা শিক্ষানুরাগী শিক্ষক শিক্ষিকার প্রচেষ্টায় বিদ্যাভবন আজ ও স্বমহিমায় গৌরবান্বিত হয়েছে।
১২ এবং ১৪ ই জানুয়ারি দুদিন ধরে চলবে পুনর্মিলন উৎসব জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা শোভনা প্রধান।
No comments