Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রমিক মেলা উদ্বোধন করে রাজ্য সরকারের শ্রমিক সাথী বার্তা তুলে ধরলেন রাজ্যের সংশোধনাগার মন্ত্রী অখিল গিরি

শ্রমিক মেলা উদ্বোধন করে রাজ্য সরকারের শ্রমিক সাথী বার্তা তুলে ধরলেন রাজ্যের সংশোধনাগার মন্ত্রী অখিল গিরি  অসংগঠিত শ্রমিকদের কর্মক্ষেত্রে আর তেমন সমস্যা হয় না । রাজ্য সরকার তাদের পাশে রয়েছে । তাদের জন্য রাজ্য সরকারের‌ পক্ষ থেকে …

 



শ্রমিক মেলা উদ্বোধন করে রাজ্য সরকারের শ্রমিক সাথী বার্তা তুলে ধরলেন রাজ্যের সংশোধনাগার মন্ত্রী অখিল গিরি 

 অসংগঠিত শ্রমিকদের কর্মক্ষেত্রে আর তেমন সমস্যা হয় না । রাজ্য সরকার তাদের পাশে রয়েছে । তাদের জন্য রাজ্য সরকারের‌ পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প চালু করেছে । বৃহস্পতিবার হলদিয়ার দুর্গাচক সুপার মার্কেট চত্বরে শ্রমিক মেলা উদ্বোধন করে রাজ্য সরকারের শ্রমিক সাথী বার্তা তুলে ধরলেন রাজ্যের সংশোধনাগার মন্ত্রী অখিল গিরি । তিনি বলেন,"বর্তমান রাজ্য সরকারের সুশাসনের ফল পাচ্ছেন রাজ্যের সমস্ত শ্রেণীর শ্রমিক । বাম আমলে অসংগঠিত শ্রমিকদের ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ১১ বছরে মাত্র ৯ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছিল । সেই জায়গায় ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১২ বছরে ২৩৫০ কোটি টাকার বিভিন্ন সুবিধা পেয়েছেন রাজ্যের অসংগঠিত শ্রমিকরা । ১ কোটি ৭ লাখ শ্রমিক সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন । রাজ্যের ১৩ টি ইএসআই হাসপাতাল আছে ।পাশাপাশি আর ও ৮ টি নতুন এসে হাসপাত দিয়েছে রাজ্য সরকার । এই সমস্ত কর্মকাণ্ডে স্পষ্ট যে রাজ্য সরকার শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় আন্তরিক ।

হলদিয়ায় এখন আর কথায় কথায় ধর্মঘট হয় না ।  শিল্প এবং শ্রমিক উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে । হলদিয়া শিল্প তালুকের এমন পরিবেশ পরিস্থিতির প্রসঙ্গ টেনে এদিন অনুষ্ঠানে হলদিয়া ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান‌ জ্যোতির্ময় কর বলেন,"পশ্চিমবঙ্গে অসংগঠিত শ্রমিকদের সাথী হিসেবে রাজ্য সরকার সব সময় রয়েছে । সেজন্যই হলদিয়া শিল্প তালুকের মতো ব্যস্ততম জায়গায় দ্রুততার সঙ্গে ৩০ টি নতুন বেতন চুক্তি (সিওডি) করা সম্ভব হয়েছে । শ্রমিকদের স্বাধিকার বজায় রেখে শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে স্বচ্ছতা বজায় রেখে এই কাজ করা হয়েছে ।"  রাজ্য সরকারের বহুমুখী প্রকল্পগুলো শ্রমিকদের জীবনযাপনের মান উন্নয়ন ঘটিয়েছে । সমাজ সভ্যতার চাকা চলমান রাখতে শ্রমিকদের ভূমিকা উল্লেখযোগ্য বলে শ্রমিক মেলায় জানান পূর্ব মেদিনীপুর জেলাশাসক তানবীর আফজল । বিনামূল্যে সামাজিক সুরক্ষার জন্য, বাড়ি ও অন্যান্য নির্মাণ কর্মী কল্যাণ প্রকল্প, পরিবহন শ্রমিকদের সুরক্ষা যোজনা, পরিযায়ী শ্রমিকদের  সুরক্ষা প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে এদিন ২৪৩৮ জন শ্রমিকের হাতে তিন কোটি ৯৭ লক্ষ পঞ্চান্ন হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়েছে । ১৯ জন অসংগঠিত শ্রমিকের হাতে তুলে দেয়া হয়েছে পেনশন  । ৩ জন মৃত অসংগঠিত শ্রমিকের পরিবারের হাতেও এদিন পেনশন দেওয়া হয়েছে । রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরি, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, হলদিয়া ডেভেলপমেন্ট অথোরিটির সিইও সুধীর কোন্থাম, সংস্থার ভাইস চেয়ারম্যান সাধন জানা, বিধায়ক সৌমেন মহাপাত্র, সুকুমার দে সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন শ্রমিক মেলায় । বিভিন্ন স্টলের পাশাপাশি স্কুল পড়ুয়াদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, বসে আঁকো প্রতিযোগিতা,আবৃত্তি, গল্প, নাটক ইত্যাদি সাংস্কৃতিক আয়োজনে বর্ণময় এই মেলা ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় শেষ হচ্ছে ।

No comments