উস্তাদ রাশিদ খানের মৃত্যু পর ফের সঙ্গীত জগতে নক্ষত্রপতন
উস্তাদ রাশিদ খানের মৃত্যু পর ফের সঙ্গীত জগতে নক্ষত্রপতন। প্রয়াত আরও এক ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। নাম প্রভা আত্রে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। , শনিবার ১৩ জানুয়ার…
উস্তাদ রাশিদ খানের মৃত্যু পর ফের সঙ্গীত জগতে নক্ষত্রপতন
উস্তাদ রাশিদ খানের মৃত্যু পর ফের সঙ্গীত জগতে নক্ষত্রপতন। প্রয়াত আরও এক ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। নাম প্রভা আত্রে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। , শনিবার ১৩ জানুয়ারি পুনের বাড়িতেই মৃত্যু হয় কিরানা ঘরানার প্রবীণ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর। পরিবার সূত্রে খবর, এদিন ভোর সাড়ে ৩টে নাগাদ আত্রে তাঁর বাড়িতে ঘুমিয়ে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাঁকে শহরের কোথরুদ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে আজ সকাল সাড়ে ৫টায় মৃত বলে ঘোষণা করেন। শিল্পীর পরিবারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সদস্য বিদেশে থাকেন। ফলে তাঁরা পুণে আসার পরই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানায় একের পর এক নজির সৃষ্টি করেছিলেন তিনি। খেয়াল, ঠুমরি, দাদরা, গজল এবং ভজনের মতো শৈলীতে পারদর্শী প্রভাদেবী গত পাঁচ দশক ধরে ছাত্রছাত্রীদের বিভিন্ন পাঠ দিয়ে এসেছেন। আজই মুম্বইতে তাঁর অনুষ্ঠান করার কথা ছিল। আত্রের মৃত্যুতে শোকাহত দেশের সঙ্গীতপ্রেমীরা।
উল্লেখ্য, ১৯৩২ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম প্রভা আত্রের। ধ্রুপদী কণ্ঠশিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সুরকার এবং লেখিকা হিসেবে সুখ্যাতি ছিল প্রভা দেবীর। বিজ্ঞান এবং আইনে স্নাতক পাশ করেন। সঙ্গীতেও তাঁর ডক্টরেট ছিল। ভারত সরকারের তরফে মোট তিনটি পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। ২০২২ সালের জানুয়ারিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণে ভূষিত হন। এর আগে ১৯৯০ সালে পদ্মশ্রী পুরস্কার এবং ২০২২ সালে পদ্মভূষণেও ভূষিত হয়েছিলেন।
No comments