ভয়-- পার্থ প্রতিম চ্যাটার্জী
প্রাপ্তির সুখ সাগরের ভাসতে ভাসতেঅজানা আশঙ্কায় বুক উঠে কেঁপে।
ভবিষ্যতের কার্পণ্যের কথা ভেবেচোখ ফেটে নামে অশ্রুধারা।
ভয় বড্ডো ভয় ভয়ের রাক্ষস তাড়া করে ফেরে।
বন্যা শুকিয়ে মরুভূমি হলেজ্বলে পুড়ে শেষ হয়ে যাবে …
ভয়-- পার্থ প্রতিম চ্যাটার্জী
প্রাপ্তির সুখ সাগরের ভাসতে ভাসতে
অজানা আশঙ্কায় বুক উঠে কেঁপে।
ভবিষ্যতের কার্পণ্যের কথা ভেবে
চোখ ফেটে নামে অশ্রুধারা।
ভয় বড্ডো ভয় ভয়ের রাক্ষস তাড়া করে ফেরে।
বন্যা শুকিয়ে মরুভূমি হলে
জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে শ্যামলিমা,
অসহায় হয়ে নিঃস্ব রিক্ত হবে
জীবনের পটভূমি সময়ের করাল গ্রাসে।
যুক্তি আর কারণের গান্ডিব সকল প্রাপ্তিকে করে ব্রাত্য।
বিরক্তি আর রাগ আনে চোখের জল জানি
তাও সামলে রাখা বড়ো দায়,
অবহেলা যে জীবন্ত জ্বালিয়ে দেয়
অনন্ত চিতার লেলিহান শিখায়।
অপেক্ষার প্রহর বাড়ে আর
দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।
বন্ধন গ্রন্থি শিথিল না হয়ে আমৃত্যু থাক
দৃঢ়তার অঙ্গীকারে ভালোবাসার উদযাপন করে।
No comments