সকাল থেকে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে
বুধবার দক্ষিণবঙ্গের কিছু অংশে কার্যত ভারী বৃষ্টি হয়েছে। ফলে যেসব জায়গায় ভারী বৃষ্টি হয়েছে, সেখানে মাঠে থাকা কৃষিপণ্যের ক্ষতির আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা। আগামীকাল, শুক্রবার পর্যন্ত দক…
সকাল থেকে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে
বুধবার দক্ষিণবঙ্গের কিছু অংশে কার্যত ভারী বৃষ্টি হয়েছে। ফলে যেসব জায়গায় ভারী বৃষ্টি হয়েছে, সেখানে মাঠে থাকা কৃষিপণ্যের ক্ষতির আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা। আগামীকাল, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। বৃষ্টি ও মেঘলা আকাশের জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা একলাফে অনেকটা বেড়েছে। কলকাতায় এদিন শীতের অনুভূতি কার্যত ছিল না। সর্বনিম্ন তাপমাত্রা (২০.২ ডিগ্রি সেলসিয়াস) এক ধাক্কায় ৪ ডিগ্রি বেড়ে যায়। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। কয়েকদিন আগে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে চলে গিয়েছিল। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আজ বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশপাশে থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীতের এই বিদায় সাময়িক। বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হলে ফের উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে। তখন সর্বনিম্ন তাপমাত্রা ফের কমবে। তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার মতো পরিস্থিতি সম্ভবত আর হবে না। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, কলকাতায় ফের সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আশপাশে থাকবে বলে তাঁরা আশা করছেন।
দক্ষিণবঙ্গ জুড়ে যে অসময়ের বৃষ্টি শুরু হয়েছে, তার কারণ ঘূণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া প্রভাব। বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত আছে। বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত বা উচ্চ চাপ বলয় থাকায় বৃষ্টি হচ্ছে। তবে এদিনের বৃষ্টির চরিত্র শীতকালীন বৃষ্টির মতো নয়। বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে কিছু সময়ের জন্য কোনও কোনও জায়গায় বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে। অধিকর্তা জানিয়েছেন, এটা মরশুম পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নদীয়ার কৃষ্ণনগরে ৬২ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে জানা গিয়েছে।
হুগলির মগরায় সকাল ৮ টা পর্যন্ত ২৬ মিমি, বারাকপুরে ১৯ মিমি বৃষ্টি হয়েছে। নদীয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি জেলায় ভালো বৃষ্টি হয়েছে। নদীয়া জেলায় জানুয়ারি মাসে স্বাভাবিকের তুলনায় ৩০০ গুণ, উত্তর ২৪ পরগনায় ৮৭ গুণ ও হুগলিতে ৩২ গুণ বেশি বৃষ্টি হয়েছে। এই বাড়তি বৃষ্টির বেশিরভাগটাই হয়েছে এদিন। পূর্ব মেদিনীপুর ও বর্ধমানেও বৃষ্টি হয়েছে। বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয় বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার বেলা বাড়ার পর বৃষ্টি কমে।
No comments