Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৪৫ লক্ষ তীর্থযাত্রী স্নান সেরে বাড়ি ফিরেছেন

৪৫ লক্ষ তীর্থযাত্রী স্নান সেরে বাড়ি ফিরেছেনপুণ্যার্থীদের থাকার ব্যবস্থা, নিরাপত্তা ও নজরদারি, পানীয় জল পরিষেবা থেকে শুরু করে উন্নত প্রযুক্তির ব্যবহার। গঙ্গাসাগর যাত্রীদের সুবিধার্থে রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। আ…

 

৪৫ লক্ষ তীর্থযাত্রী স্নান সেরে বাড়ি ফিরেছেন

পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা, নিরাপত্তা ও নজরদারি, পানীয় জল পরিষেবা থেকে শুরু করে উন্নত প্রযুক্তির ব্যবহার। গঙ্গাসাগর যাত্রীদের সুবিধার্থে রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। আর এসবের জন্য ২৫০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে। শনিবার সংবাদিক বৈঠকে একথা জানান বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এবারের মেলায় শনিবার দুপুর পর্যন্ত ৪৫ লক্ষ তীর্থযাত্রী স্নান সেরে বাড়ি ফিরেছেন বলে জানান তিনি। মন্ত্রীর কথায়, ‘প্রত্যেকের গাড়ি ট্র্যাক করা হচ্ছে। সেখান থেকেই উঠে এসেছে এই সংখ্যা।’ সূত্রের খবর, গতবারের চেয়ে এবার গঙ্গাসাগর মেলার বাজেট ১০০ কোটির বেশি বেড়েছে। শনিবার পর্যন্ত দু’জন তীর্থযাত্রী মারা গিয়েছেন। একজন দিল্লি এবং অপরজন রাজস্থানের বাসিন্দা। এছাড়া পাঁচজন অসুস্থ পুণ্যার্থীকে এয়ার লিফ্ট করে কলকাতায় পাঠানো হয়েছে। প্রায় ৪১০ জন তীর্থযাত্রী বা তাঁদের আত্মীয় হারিয়ে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩৯৪ জনকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। নানা অপরাধমূলক কাজের জন্য ১৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর।

No comments