সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত ১শিল্প শহর হলদিয়াতে এক শ্রমিক কাজে যাওয়ার সময় রাস্তা পারাপার হতে গিয়ে পিছন থেকে এক বড় গাড়ি এসে ধাক্কা মারে। সূত্রে জানা যায় হলদিয়া পতঞ্জলি ফুডস লিমিটেড (রুচিতে) কাজ করেন বিশ্বজিৎ দত্ত বয়স ৩৭। …
সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত ১
শিল্প শহর হলদিয়াতে এক শ্রমিক কাজে যাওয়ার সময় রাস্তা পারাপার হতে গিয়ে পিছন থেকে এক বড় গাড়ি এসে ধাক্কা মারে।
সূত্রে জানা যায় হলদিয়া পতঞ্জলি ফুডস লিমিটেড (রুচিতে) কাজ করেন বিশ্বজিৎ দত্ত বয়স ৩৭। বাবার নাম রতন দত্ত ভিলেজ মোল্লাপাড়া পোস্ট ডিম হাট কাটোয়া থানার অন্তর্গত পূর্ব বর্ধমান বর্তমানে পতঞ্জলি ফুড প্রোডাক্টের কর্মরত ছিলেন তিনি দুর্গাচক জি ব্লক ১২ নম্বর ওয়ার্ডে ভাড়ায় থাকতেন। ডিউটি যাবার সময় এই দুর্ঘটনা। দুর্ঘটনায় সাধারণ শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। চিরঞ্জিবপুর কে দুর্গাচকের রাস্তায় অনেকটাই খারাপ অবস্থায় রয়েছে । সেই রাস্তা থেকে রুচি কারখানার কাছে এক্সাইড ইউনিয়ন অফিসের পরেই এই দুর্ঘটনা ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে যায় দুর্গাচক থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, কিছু সময় যানজট সৃষ্টি হলেও দুর্গাচক থানার পুলিশের হস্তক্ষেপে যানজট মুক্ত হয়। ঘাতক গাড়িটিকে আটক করেছে দুর্গাচক থানার পুলিশ। মৃত দেহ ময়না তদন্তের জন্য দুর্গাচক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। আবারো প্রমাণিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ শুধু প্রচারই হয়, বাস্তবে কাজ হয় না । ওই এলাকায় বাস এবং ছোট বড় গাড়ি সবই যাতায়াত করে। সকাল টাইমে তারা ডিউটি ধরার জন্য সকলেই ব্যস্ত থাকেন। বেপরোয়া গাড়ি চালানোর জন্যই একটি প্রাণ হারিয়ে গেল।
No comments