Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রায় দু গাড়ি বাজী এবং বাজীর মসলা উদ্ধার করল রামনগর থানার পুলিশ

প্রায় দু গাড়ি বাজী এবং বাজীর মসলা উদ্ধার করল রামনগর থানার পুলিশ রামনগর থানা ঠিকরা থেকে প্রায় দু গাড়ি বাজী এবং বাজীর মসলা উদ্ধার করল রামনগর থানার পুলিশ। জা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যেখানে   যেখানে দেখা যাচ্ছে …

 



প্রায় দু গাড়ি বাজী এবং বাজীর মসলা উদ্ধার করল রামনগর থানার পুলিশ

 রামনগর থানা ঠিকরা থেকে প্রায় দু গাড়ি বাজী এবং বাজীর মসলা উদ্ধার করল রামনগর থানার পুলিশ। জা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যেখানে   যেখানে দেখা যাচ্ছে একের পর এক পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুরে নাড়ুয়াবিলা থেকে শুরু করে এগরা খাদি কুল বাজি ও বাজি তৈরির মসলা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের। সেখান থেকে শিক্ষা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে এসে নির্দেশ দিয়েছিলেন অবৈধ বাজি তৈরী কারখানা বন্ধ করতে হবে। 

এবং সেই সঙ্গে ঘোষণা করেছিলেন রাজ্যে বাজির প্লাস্টার গড়ে তোলা হবে। কিন্তু কাজের কাজ যে কিছুই হয়নি, তা আরেকবার প্রমাণ পাওয়া গেল পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে। যেখানে দেখা যাচ্ছে আজ সন্ধ্যা ছটা নাগাদ ঠিক রা বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরেই দু গাড়ি বাজি উদ্ধার করল রামনগর থানার পুলিশ। সেখানে উপস্থিত ছিলেন রামনগর থানার ওসি সহ ডিএসপি বিএনপি ও অন্যান্য পুলিশ আধিকারিকগণ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রামনগর থানার পুলিশ সুমন কল্যাণ বেরা নামে এক ব্যক্তিকে আটক করেছে রামনগর থানার পুলিশ।তবে এই বাজিগুলি কোথা থেকে আসছিল বা কোথায় যাবে তা তদন্তে উঠে আসবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা

No comments