Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্থায়ী ইতিবাচক মনোভাব গড়ে তোলার উপর পরামর্শমূলক কর্মশালা

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/zVVfRQrkn-Q
স্থায়ী ইতিবাচক মনোভাব গড়ে তোলার উপর পরামর্শমূলক কর্মশালাসম্ভাব্যতা এবং কর্মক্ষমতার প্রতি ব্যক্তির মনোভাবকে রূপান্তরিত করার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত পরিবর্তন কর্মশালা।পজেটিভভিডি ব…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/zVVfRQrkn-Q


স্থায়ী ইতিবাচক মনোভাব গড়ে তোলার উপর পরামর্শমূলক কর্মশালা

সম্ভাব্যতা এবং কর্মক্ষমতার প্রতি ব্যক্তির মনোভাবকে রূপান্তরিত করার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত পরিবর্তন কর্মশালা।

পজেটিভভিডি বা সদর্থক ভূমিকা নিয়ে আলোচনা সভা হয় সেই কর্মশালা মূলত বিভিন্ন কারখানার কোম্পানির প্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মোট ২৬ থেকে ২৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের সামনে সদর্থক ভূমিকা বা ইতিবাচক কিভাবে হতে পারি সেই নিয়েই কর্মশালা। হলদিয়া শহরে রাস্তার তো সংস্থার হলদিয়া রিফাইনারি এবং হলদিয়া কলকাতা পোর্ট ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের প্রতিনিধি হলদিয়া পেট্রো কেমিক্যাল এক্সাইট সহ বিভিন্ন কারখানার প্রতিনিধিরা এই কর্মশালায় উপস্থিত ছিলেন। হলদিয়া রিফাইনারি প্রতিনিধি বিকাশ মান্না বলেন ছোট ছোট করে কারখানার ভিতরে এই ধরনের কর্মশালা হয়ে থাকে কিন্তু একত্রিত অনেকগুলি কারখানার প্রতিনিধিদের নিয়ে এই ধরনের প্রথম এই কর্মশালা খুব ভালো লেগেছে।

উন্নত জীবনযাপন করতে গেলে কিভাবে আমরা আগামী দিনের পথ চলব সেই উত্তর খোঁজার জন্যই ইতিবাচক ভূমিকা বা সদর্থক ভূমিকা নিয়েই আলোচনা হয়। কুসংস্কার গুলোকে দূর করে আগামী দিনের পথ চলা পজিটিভিটি  বা সদর্থক ভূমিকা কি হতে পারে সেই নিয়েই মূলত আজকের এই কর্মশালা জানালেন নিপেশ কুমার গিরি। আরবি কনসাল্টিং এর পক্ষ থেকে বলেন  রাহুল বোস বলেন স্থায়ী ইতিবাচক মনোভাব গড়ে তোলা পরামর্শ মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশেষ ক্ষেত্রে বিশেষ করে কর্ম ক্ষেত্রে ছোট ছোট করে এই ধরনের কর্মশালা হয় কিন্তু একসঙ্গে প্রায় দশটি কারখানার আধিকারিকদের নিয়ে একত্রিতভাবে এই প্রথম হলদিয়াতে আরবি কাউন্সেলিং পক্ষ থেকে পরামর্শ মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। আরবি কনসাল্টিং রাহুল বোস বলেন আমরা যারা কর্মক্ষেত্রে কাজকর্ম সঙ্গে যুক্ত থাকি তাদের পজেটিভ চিন্তাভাবনা এবং স্থায়ী ইতিবাচক  মনোভাব গড়ে তোলার জন্যই এই ধরনের শিবির। আজ১৯ জানুয়ারি হলদিয়া সুকান্ত নগরী আকসা হোটেলে প্রায় ২৭ জন প্রতিনিধিদের নিয়ে ইতিবাচক বা সদর্থক বিষয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।





No comments