Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁচ শতাধিক দুঃস্হ-মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ

পাঁচ শতাধিক  দুঃস্হ-মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ
প্রতিবছরের মতো এবারও জয়নগর হাই স্কুলের বুক ব্যাঙ্কের উদ্যোগে ও এম.সি.পি. প্রাইভেট লিমিটেডের আর্থিক সহযোগীতায় পাঁচ শতাধিক  দুঃস্হ-মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপু…

 



পাঁচ শতাধিক  দুঃস্হ-মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ


প্রতিবছরের মতো এবারও জয়নগর হাই স্কুলের বুক ব্যাঙ্কের উদ্যোগে ও এম.সি.পি. প্রাইভেট লিমিটেডের আর্থিক সহযোগীতায় পাঁচ শতাধিক  দুঃস্হ-মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হল৷শুধু নিজের স্কুলের মধ্যে সীমাবদ্ধ নয়৷জেলার ১৪টি স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যেও মাত্র ১০ শতাংশ মূল্যে এই বই তুলে দেওয়া হয়৷পার্বতীপুর পতিত পাবনী হাই স্কুল,পাথর বেড়িয়া বালিকা বিদ্যালয়,হলদিয়া গভঃ স্পনসর্ড টেন ক্লাস সেকেন্ডারী স্কুল,লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়,পরানচক শিক্ষানিকেতন,হলদিয়া হাই স্কুল,হলদিয়া পুনর্বাসন হাই স্কুল,শ্রীকৃষ্ষপুর বি.টি.এম. বিদ্যাপীঠ,ভাগ্যবন্তপুর হাই মাদ্রাসা,জগৎপুর হাই স্কুল,পরমানন্দপুর জগন্নাথ ইন্সটিটিউশন (বলাই পন্ডা),ঠেকুয়া অগ্রনীসংঘ বিবেকানন্দ হাই স্কুলের ষাটজন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা ভীষণভাবে উপকৃত এত অল্প মূল্যে পাঠ্যপুস্তক ও সহায়িকা বই পেয়ে৷   বুক ব্যাঙ্কের কর্ণধার ও প্রতিষ্ঠাতা কানাই মহন্ত বলেন,"২০০৮ সালে প্রতিষ্ঠিত এই বুক ব্যাঙ্ক শুধু জেলায় নয়,সমগ্র রাজ্যে এটি এক অন্য নজির সৃষ্টি করেছে৷স্কুল জীবনে বই লোকের থেকে ভিক্ষা করে পড়াশুনার ঘটনা ভীষণভাবে অনুপ্রানিত করেছে আমাকে এই বুক ব্যাঙ্ক প্রতিষ্ঠা করতে ৷"ষষ্ঠ শ্রেণীর বইয়ের মূল্য ১০৩৫ টাকা,ছাত্রছাত্রীদের দিতে হয় মাত্র ১০০ টাকা৷একইভাবে সপ্তমশ্রেণীর ১৫২০,অষ্টম শ্রেণীর ১৫৫৫ ,নবম শ্রেণীর ৪০২৫ এবং দশম শ্রেণীর ৪২২৫ টাকা মূল্যের বইয়ের জন্য যথাক্রমে দিতে হয় মাত্র ১৫০,১৬০,৪০০ ও ৪২০ টাকা মাত্র৷একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ৫০০০ টাকার বই মাত্র ৫০০ টাকার বিনিময়ে দেওয়া হয়৷   ব্যাঙ্কে যেমন টাকা লেনদেন হয়,ঠিক তেমনি এখানে লেনদেন হয় বই৷বছর শেষেএই বই ফেরৎ নেওয়া হয়৷এই ১০ শতাংশ মূল্য বুক ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা রাখা হয়৷

No comments