তমলুক ব্লকে কুলবেড়িয়া সোনামুই গ্রাম পঞ্চায়েতে ভাঙচুরের সঙ্গে জড়িত দৃষ্টিতে গ্রেপ্তারের দাবি সভা করলেন- শুভেন্দুতমলুক ব্লকের কুলবেড়্যায় বিজেপি পরিচালিত উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত কার্যালয় গতকাল পুলিশের উপস্থিতিতে তৃণমূলে…
তমলুক ব্লকে কুলবেড়িয়া সোনামুই গ্রাম পঞ্চায়েতে ভাঙচুরের সঙ্গে জড়িত দৃষ্টিতে গ্রেপ্তারের দাবি সভা করলেন- শুভেন্দু
তমলুক ব্লকের কুলবেড়্যায় বিজেপি পরিচালিত উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত কার্যালয় গতকাল পুলিশের উপস্থিতিতে তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর করেছে। সিসিটিভি তে পুলিশের উপস্থিতিতে ভাঙচুরের ঘটনায় জড়িতদের মুখ স্পষ্ট দেখা গেলেও এখনো পর্যন্ত পুলিশ তাদের গ্রেফতার করেনি। আজ কুলবেড়্যার উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত কার্যালয় পরিদর্শন করে,আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রশাসন দোষীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিলেন জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী।
No comments