প্রশাসন ঝুপড়ি উচ্ছেদ করছে শাসক দল তৃণমূল বিজেপি ভূত দেখছে- প্রদীপ বিজলী প্রশাসনের সহযোগিতায় হলদিয়া বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ঝুপড়ি উচ্ছেদ হলদিয়া বন্দরের নিজস্ব জায়গার উপরেই বিভিন্ন জায়গায় ঝুপড়ি করে রয়েছেন। বন্দর তৈরি সম…
প্রশাসন ঝুপড়ি উচ্ছেদ করছে শাসক দল তৃণমূল বিজেপি ভূত দেখছে- প্রদীপ বিজলী
প্রশাসনের সহযোগিতায় হলদিয়া বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ঝুপড়ি উচ্ছেদ
হলদিয়া বন্দরের নিজস্ব জায়গার উপরেই বিভিন্ন জায়গায় ঝুপড়ি করে রয়েছেন। বন্দর তৈরি সময় অনেকেই প্লট এবং চাকরি না পাওয়ার জন্য হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জহর টাওয়ারের সামনে দীর্ঘ কয়েক বছর অবস্থানে বসে আছেন উদ্বাস্ত ক্ষতিগ্রস্ত মানুষ। কিন্তু শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় ঝুপড়ি করে রয়েছে এরা কারা? প্রকৃত কি হলদিয়ার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষ? এ নিয়ে এখন প্রশ্ন উঠছে?
হলদিয়া বন্দর কর্তৃপক্ষ প্রথম এবং দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ঝুপড়ি উচ্ছেদ কর্মসূচি পালন করেছেন। উচ্চ আদালতের নির্দেশে প্রশাসনের সহযোগিতায় পূজোর আগে ঝুপড়ি উচ্ছেদ করার কর্মসূচি নিয়েছিলেন বন্দর কর্তৃপক্ষ। তৃতীয় দফার উচ্ছেদ কর্মসূচি চালায় হলদিয়া চিরঞ্জীব পুর ১৩ নম্বর ওয়ার্ড এলাকায়। হলদিয়া কলকাতা পোর্ট ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জী শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক এবং বি এম এস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী বলেন শাসক দল তৃণমূল বিজেপির দিকে আঙুল দেখাচ্ছে। তিনি বলেন মহামান্য আদালতের নির্দেশেই বন্দর কর্তৃপক্ষ ঝুপড়ি উচ্ছেদের কাজ করছে। পুজোর সময় শুরু করেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল তারা আবেদন করেছিলেন যে পুজোর সময় না করে পুজোর পরে করার জন্য। সেই অনুযায়ী মহামান্য আদালতের নির্দেশেই প্রশাসন ঝুপড়ি উচ্ছেদে কাজে নেমেছেন কিন্তু যারা এখনো জায়গা প্লট এবং চাকরি পায়নি তাদের অবশ্যই পাওয়া উচিত বলেও তিনি আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। তিনি বলেন উচ্চ আদালতের নির্দেশে প্রশাসনের সহযোগিতা করছেন বন্দর কর্তৃপক্ষ আর শাসক দল তৃণমূল বিজেপি ভুঁত দেখছে।
No comments