Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া সরকারি কারিগরি কলেজে চাকরির প্রদর্শনী

ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/j3IOp_lC8Ls
হলদিয়া সরকারি কারিগরি কলেজে চাকরির প্রদর্শনী
 হলদিয়া আইটিআই কলেজ রাজ্যের বিভিন্ন শিল্প সংস্থার আধিকারিক ও বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে চাকরির প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত…

 



ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/j3IOp_lC8Ls

হলদিয়া সরকারি কারিগরি কলেজে চাকরির প্রদর্শনী


 হলদিয়া আইটিআই কলেজ রাজ্যের বিভিন্ন শিল্প সংস্থার আধিকারিক ও বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে চাকরির প্রদর্শনী।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ছাত্র-ছাত্রী প্রায় ২৮০ - ৪০০জন উপস্থিত ছিলেন এবং শিল্প শহরে বিভিন্ন কলকারখানার আধিকারিবৃন্দ।  আজকের হলদিয়া শিল্প সংস্থা তিনটি সহ মোট চোদ্দটি শিল্প সংস্থা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন হলদিয়া  ইলেকটো স্টিল কাস্টিং লিমিটেড, টেকনো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ল্যাবনেট ম্যানেজড সার্ভিস প্রাইভেট লিমিটেড, ঈশান প্লাস্টিক প্রাইভেট লিমিটেড, লিমিটেড নির্মল গ্রুপ ইনডোর কেমিক্যালস লিমিটেড সি এস সি ভারত রেশমি মেটালিক,  হলদিয়া এক্সাইড কারখানার এইচ আর উপস্থিত ছিলেন ।

জানালেন কলেজের অধ্যক্ষ প্রসেনজিৎ বোস তিনি আরো বলেন শুধু কেবলমাত্র চাকরির প্রদর্শন নয় । বছরের চারবার বিভিন্ন ইন্ডাস্ট্রি সামনে সারা রাজ্যের ২৩ টি জেলার ছাত্রছাত্রীদের কাজের সুযোগ করে দেওয়ার জন্যই এই চাকরির প্রদর্শনী মেলা বছরে চারবার হবে । রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে তারা কর্মসংস্থানের জন্য বিভিন্ন কারখানা কর্তৃপক্ষকে ডেকে জব ফেয়ার অনুষ্ঠিত  করেন । তিনি আরো জানান  প্রতি তিনমাস অন্তর বিভিন্ন কারখানার কর্তৃপক্ষদের নিয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হবে। তিনি বলেন পূর্ব মেদিনীপুর জেলার দুটি জায়গায় এই জব ফেয়ার হচ্ছে কাঁথি আইটিআই এবং হলদিয়া আইটিআই তার নোডাল কলেজ হলদিয়া আইটিআই।

No comments