Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির তালিকায় বেড়ে দাঁড়ালো তিন

রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির তালিকায় বেড়ে দাঁড়ালো তিন
নতুন বছরে ১ জানুয়ারি সহ মোট তিন দিন এনআই (নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট) আইনে ছুটি  ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য অর্থদপ্তর মঙ্গলবার২৬ শে ডিসেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি…

 




রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির তালিকায় বেড়ে দাঁড়ালো তিন


নতুন বছরে ১ জানুয়ারি সহ মোট তিন দিন এনআই (নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট) আইনে ছুটি  ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য অর্থদপ্তর মঙ্গলবার২৬ শে ডিসেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ১ জানুয়ারি ছাড়া আরও যে দু’টি দিন এনআই আইনে ছুটি দেওয়া হয়েছে সেগুলি হল, জন্মাষ্টমী (২৬ আগস্ট) ও ছট (৭ নভেম্বর)। এনআই আইনে ছুটি দেওয়া হলে তা রাজ্য সরকারের অফিস, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ব্যাঙ্ক, বিমা প্রভৃতি ক্ষেত্রে কার্যকর হয়। এর আগে নভেম্বরে রাজ্য অর্থদপ্তর ২০২৪ সালের সরকারি ছুটির যে বিজ্ঞপ্তি জারি করেছিল তাতে এই তিনটি দিন প্রশাসনিক নির্দেশে ছুটি দেওয়া হয়েছিল। প্রশাসনিক নির্দেশের ছুটি শুধু রাজ্য সরকারের অফিস প্রভৃতিতে কার্যকর হয়। মঙ্গলবারের নির্দেশ অনুসারে নতুন বছরের প্রথম দিন আগামী সোমবার রাজ্যের সব ব্যাঙ্ক ও বিমা সংস্থার দপ্তরগুলি বন্ধ থাকবে। কিছু বেসরকারি সংস্থাও এনআই আইনে ছুটি দেওয়া হলে তা কার্যকর করে। ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকদের সংগঠনের অনুরোধে ২০২২ সাল  থেকে ভাইফোঁটার ছুটি এনআই আইনে দেওয়া শুরু করে রাজ্য সরকার। ২০২৪ সালে অবশ্য ভা‌ই ফোঁটা রবিবার পড়েছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ছুটিগুলির জন্যও অনুরোধ করেছিলাম। তিনি অনুরোধ রাখায় আমরা কৃতজ্ঞ। 

জানুয়ারি মাসে রাজ্যে মোট চার দিন এনআই আইনে ছুটি থাকছে। ১ জানুয়ারি ছাড়া অন্য দিনগুলি হল—১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন ও ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। ২০২৪ সালে এনআই আইনে রাজ্য সরকারের দেওয়া ছুটির সংখ্যা ২২ থেকে বেড়ে ২৫টি হল। প্রশাসনিক নির্দেশে ছুটি সারা 

বছরে আগে ২১টি ছিল। সেটা কমে ১৮টি হচ্ছে। 

No comments