Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সকলের কথা সৃজন সম্মান-২০২৩

সকলের কথা সৃজন সম্মান-২০২৩
 শিক্ষা-সংস্কৃতি-সাহিত্য বিষয়ক ভিন্নধর্মী অনুষ্ঠান ঘিরে উৎসবের আনন্দ মহিষাদলে।
সকলের কথার উদ্যোগে মহিষাদলে অনুষ্ঠিত হলো এবারের সকলের সৃজন সম্মান অনুষ্ঠান।সমাজের বিভিন্ন জগতের কৃতি ও গুনীজনদের সংবর্ধনা দেও…

 
সকলের কথা সৃজন সম্মান-২০২৩


 শিক্ষা-সংস্কৃতি-সাহিত্য বিষয়ক ভিন্নধর্মী অনুষ্ঠান ঘিরে উৎসবের আনন্দ মহিষাদলে।


সকলের কথার উদ্যোগে মহিষাদলে অনুষ্ঠিত হলো এবারের সকলের সৃজন সম্মান অনুষ্ঠান।

সমাজের বিভিন্ন জগতের কৃতি ও গুনীজনদের সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে। সমাজসেবা ক্রীড়া শিক্ষা সংস্কৃতি এবং সাহিত্য বিষয়কে সামনে রেখে গুণীজনদের সংবর্ধনা জানানো হয় মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে। 

এপার এবং ওপার, দুই বাংলার কবি সাহিত্যিক এবং শিল্পী ক্রীড়া এবং শিক্ষাবিদদের উপস্থিতিতে আয়োজন করা হয় অনুষ্ঠানটি।

হলভর্তি দর্শকদের উপস্থিতি এবং কবি মজিদ মাহমুদ, বিনায়ক বন্দোপাধ্যায়, চুমকি চট্টোপাধ্যায়, কমলেশ কুমার, বাংলাদেশ থেকে আগত কবি মজিদ মাহমুদদের সঙ্গে এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছিলেন অতীত দিনের তিন দিকপাল ফুটবলার উলগানাথন তরুন বসু এবং ভাস্কর গাঙ্গুলি। 

উপস্থিত ছিলেন সকলের কথার নিয়মিত লেখক শুভেন্দু অধিকারী, পুর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন জেলা সভাধিপতি নিরঞ্জন সিহি, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ অন্যান্য অতিথিরা।

No comments