Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্লুকোমা রোগ নির্নায়ক যন্ত্রপাতি দান করলেন - হলদিয়া এর্নাজি লিমিটেড

গ্লুকোমা রোগ নির্নায়ক যন্ত্রপাতি  দান  করলেন -   হলদিয়া এর্নাজি লিমিটেড   হলদিয়া এর্নাজি লিমিটেড সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে শ্রী সোমনাথ দত্ত,  ভাইস প্রেসিডেন্ট ও প্লান্ট হেড,   হলদিয়া এর্নাজি লিমিটেড আজ  গ্লুকোমা রোগ নির্নায়ক যন…

 




গ্লুকোমা রোগ নির্নায়ক যন্ত্রপাতি  দান  করলেন -   

হলদিয়া এর্নাজি লিমিটেড 

  হলদিয়া এর্নাজি লিমিটেড সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে শ্রী সোমনাথ দত্ত,  ভাইস প্রেসিডেন্ট ও প্লান্ট হেড,   হলদিয়া এর্নাজি লিমিটেড আজ  গ্লুকোমা রোগ নির্নায়ক যন্ত্র " অ‍্যাপ্লানেশান ট্রনোমিটার"     রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হললিয়া সাধারণ সম্পাদক,  স্বামী বিবেকাত্মানন্দজী মহরাজের হাতে তুলে দিলেন ।   এই শুভক্ষনে  উপস্থিত ছিলেন হলদিয়া এর্নাজি লিমিটেড সুশোভন পাত্র জেনারেল ম‍্যানেজার এবং  সত‍্যজিৎ গাঙ্গুলি, চীফ ম‍্যানেজার (এডমিন ও সি এস আর)। এই মিশন আশ্রম পরিচালিত নেত্রালয় - হলদিয়া  জাতীয় অন্ধত্ব নিবারন কমসূচীকে বাস্তবায়িত করতে বছরে পর বছর হলদিয়া শিল্প  শহর সহ  পাশাপাশি  প্রতন্ত  গ্রামীণ এলাকায় ভ্রাম‍্যমান চক্ষু পরীক্ষা শিবিরের মাধ‍্যমে চোখের যত্ন,  রোগ প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা 

সারা বছর ধরে করে আসছে। 

জেনে বিস্মিত  হবেন সরকারি  পরিসংখানে   দেখা যায় প্রায় 5.8 শতাংশ  মানুষ গ্লুকোমা রোগের কারনে অন্ধত্বের স্বীকার।  চিন্তার কারন এই রোগের প্রাথমিক উপসর্গ খুব সচেতন রোগী ছাড়া সহজে ধরতে পারে না।   যদিও চিকিৎসায় গ্লুকোমা রোগ ধরা পড়লেও  রোগীর  দৃষ্টির যেটুকু ক্ষতি হয় সেই দৃষ্টি  পূনরায়   চিকিৎসা আর ফিরবে না। আধুনিক   চক্ষু চিকিৎসা ক্ষেত্রে 

অ‍্যাপ্লানেশান ট্রনোমিটার নির্নায়ক যন্ত্র  দ্বারা ইন্ট্রা অকুলার প্রেসার রুটিন  মাফিক   পরীক্ষা -নিরীক্ষা করা খুবই জরুরি। চক্ষু বিশেষজ্ঞ  অভিমত  -  ঘন ঘন চশমার পাওয়ার পরিবর্তন, অন্ধকার ঘর থেকে  বেরনোর পর হঠাৎ করে দেখতে না পাওয়া, চোখের যন্ত্রণা,  ব‍্যাথা  বমি বমি ভাব  সেই সঙ্গে  বৃত্তাকার দৃষ্টি কম দেখতে থাকা এই সকল উপসর্গ   বেশিরভাগ  ক্ষেত্রে গ্লুকোমা রোগে আক্রান্ত হতে দেখা যায়। মনে রাখবেন গ্লুকোমা  রোগ  ও বেশির ভাগ ক্ষেত্রে বংশগত রোগের  উদাহরণ হয়ে থাকে।

No comments