Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আআইপিএল এর আদলে শিল্প শহরে ক্রিকেট খেলা

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/MLcYcEBLPXgআইপিএল এর আদলে শিল্প শহরে ক্রিকেট খেলা পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শহর হলদিয়াতে স্কুল ,কলেজ, বিভিন্ন কোম্পানি থেকে প্রশাসনিক কর্তাদের নিয়ে বড় মাপের ক্রিকেট প্রতিযোগিতার আসর বসত…

 


 ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/MLcYcEBLPXg

আইপিএল এর আদলে শিল্প শহরে ক্রিকেট খেলা

 পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শহর হলদিয়াতে স্কুল ,কলেজ, বিভিন্ন কোম্পানি থেকে প্রশাসনিক কর্তাদের নিয়ে বড় মাপের ক্রিকেট প্রতিযোগিতার আসর বসতে চলেছে শিল্প শহরে । সব মিলিয়ে ৮০টি ক্রিকেট দল অংশগ্রহণ করছে । ২৭ শে ডিসেম্বর বুধবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন উদ্যোগী ইউরেকা সংস্থার কর্ণধার শান্তনু বেরা । ইংরেজি নতুন বছর ২০২৪ সালের ১৩ থেকে ২১ জানুয়ারি দুর্গাচক স্টেডিয়ামে এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে । খেলার পাশাপাশি হলদিয়ায় সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে উদ্যোক্তাদের তরফে চারা গাছ রোপনের ওপর বিশেষ জোর  দেওয়া হয়েছে । প্রবেশ মূল্য হিসেবে ২০ টাকার বিনিময়ে ক্রিকেট অনুরাগী পাবেন একটি চারাগাছ । স্টেডিয়ামে খেলা দেখবার প্রবেশপত্র হিসেবে সেটাই ছাড়পত্র ‌। যারা সেই চারা গাছ বাঁচিয়ে রাখতে পারবেন তেমন ১৫০জনকে‌ পরিচর্যার জন্য আর্থিক মূল্য দেওয়ার ব্যবস্থা রেখেছেন ।‌ সেই সঙ্গে মূল্যায়নের ভিত্তিতে সেরা গাছের মালিকদের উদ্যোক্তারা পুরস্কৃত করবারও সিদ্ধান্ত নিয়েছেন । ক্রিকেটকে ঘিরে পরিবেশ বাঁচানোর ডাক হলদিয়াতে এই প্রথম যা, হলদিয়ার বিভিন্ন মানুষের কাছে সাড়া ফেলেছে ।

এক নজরে-  কর্পোরেট ক্রিকেট লীগ -১৩-১৪-১৫   জানুয়ারী ২৪ সকাল ৯ টা থেকে শুরু হবে। কর্পোরেট চ্যাম্পিয়ন লীগ -১৬ ই জানুয়ারী  সকাল ৯ টা থেকে।

 গ্রামীণ ক্রিকেটার দের চ্যাম্পিয়ন লীগ - ১৭ জানুয়ারী  সকাল ৯টা থেকে।ইন্টার স্কুল ক্রিকেট ছাত্র-ছাত্রীদের জন্য ১৮ জানুয়ারী ।ইন্টার কলেজ ক্রিকেট১৯ শে জানুয়ারি ছাত্র-ছাত্রীদের জন্য।ইন্টার পুলিশ ক্রিকেট লিগ ২০ জানুয়ারী সকাল ৯'টা থেকে ।আন্তঃস্কুল দলগত নৃত্য প্রতিযোগিতা এবং আন্তঃ কলেজ দলগত নৃত্য প্রতিযোগিতা - ২১ জানুয়ারী।

 অঙ্কন প্রতিযোগিতা -১৩ ই জানুয়ারী ও ১৪ জানুয়ারী । ক্রিকেট খেলা দেখতে হলে দুর্গাচক স্টেডিয়ামে প্রবেশ করতে গেলে ২০ টাকার বিনিময়ে একটি আমগাছ ক্রয় করে খেলা দেখার সুযোগ পাবেন।

No comments