Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন বন্দরের শ্রমিক

কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন বন্দরের শ্রমিক? কটাক্ষ সিপিআইএম

কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন বন্দরের শ্রমিক ,হলদিয়া বন্দরের ২০০৩ সাল থেকে শুরু হয়েছিল কার্গোপুল আর বন্দরের অধিকাংশ পণ্য খালাস দায়িত্ব দিয়েছিলেন ফাইভ স্টার গ্রুপ অফ কোম…

 


কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন বন্দরের শ্রমিক? কটাক্ষ সিপিআইএম



কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন বন্দরের শ্রমিক ,হলদিয়া বন্দরের ২০০৩ সাল থেকে শুরু হয়েছিল কার্গোপুল আর বন্দরের অধিকাংশ পণ্য খালাস দায়িত্ব দিয়েছিলেন ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি ২০২২ সাল থেকে কার্গোপুর নামক এই সংস্থাটি তুলে দিয়েছিলেন বন্দর কর্তৃপক্ষ অন্য একটি সংস্থাকে কাজের দিয়ে। কিন্তু ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি তাদের কাজের বরাত থাকে এবং বেশ কিছু জন রয়ে যায়, কাজ নিয়ে এখন টালবাহানা চলছে। বন্দরের ভিতরে কোন ঠিকাদারের শ্রমিক কাজ করবে সে নিয়েই এখন জটিলতা। শ্রমিকদের কাজে লাগাতে বাধা দিচ্ছে বন্দরের অধিকাংশ শ্রমিক এবং ইউনিয়ন যদিও ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি কার্গোপুল শ্রমিকদের ১৭ মাস ধরে তাদের বেতন দিয়ে চলছে তার একটাই কারণ প্রশাসনিক এবং বন্দর কর্তৃপক্ষ এই সুরাহা করবে বলেই কিন্তু শ্রমিকরা এখন আশঙ্কা করছেন দীর্ঘদিন কাজ না করে কোম্পানি কতদিন বেতন দেবেন? যদি কোন সময় বেতন বন্ধ করে দেন তাহলে সেই সকল পরিবার কোথায় যাবে সেই আশঙ্কায় হলদিয়া বন্দরের  গেটে ধর্নায় বসলেন কার্গোপুল ও আয়রন অর খালি শ্রমিকরা। ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানির  ম্যানেজিং ডাইরেক্টর আশরাফ আলী বলেন আমরা কাজের বরাত পেয়েছি শ্রমিক আমাদের কাছে রয়েছে কিন্তু ভিতরের কিছু ঠিকাদার সংস্থা শ্রমিকরা কাজ করতে দিচ্ছে না । ইউনিয়নকে জানিয়েও কোনো লাভ হয়নি। বন্দর কর্তৃপক্ষ কোন রকমের সহযোগিতা করছে না, তবে আলাপ আলোচনা চলছে খুব শীঘ্রই সেই সমস্যা মিটে যাবে। সি আই টি ইউ ও সিপিআই এম জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন লালঝাণ্ডা আন্দোলন শ্রমিক সংগঠন হলদিয়াতে দুর্বল সেজন্য আমাদের বলার একটাই শ্রমিক সুরক্ষা নিরাপত্তা এবং তাদের বেতন কাজের নিরিখে যাতে পায় ভেতরে কোন শ্রমিক কোন ঠিকাদার সংস্থা কেউ পি এফ দিচ্ছে না কেউ সঠিক বেতন দিচ্ছে না ।  তার জন্য বন্দরের ভিতরে শ্রমিক বিক্ষোভ লেগেই রয়েছে হলদিয়ার যে সুনাম  ছিল তার লুণ্ঠিত হচ্ছে  । বন্দর কর্তৃপক্ষ উদাসীনতার জন্যই এই ধরনের শ্রমিক বিক্ষোভ চলছে।  বন্দর কর্তৃপক্ষ যাদেরকে কাজের বরাত দিয়েছে যে সকল ঠিকাদার সংস্থা  ভিতরে  শ্রমিকদের বেতন পিএম এসআই ঠিকঠাক দিচ্ছে কিনা এবং যারা কাজের বরাত পেয়েছে সেই সকল শ্রমিকদের নিয়ে অবিলম্বে কাজ শুরু করুক এবং  বন্দরের শ্রমিক বিক্ষোভ এবং শ্রমিকদের কাজ হারানোর ভয় থেকে সুরাহা করুক বন্দর কর্তৃপক্ষ।

 



No comments