পথ দুর্ঘটনায় মৃত ১ মানবিক সিভিক ভলেন্টিয়ার ১৫ই ডিসেম্বর সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তের জন্মদিন কে নিয়ে যখন সারা হলদিয়ায় শাসক এবং বিরোধী দলের তৎপরতা শুরু হয়েছে ঠিক সেই সময় সকাল ৭:৩০ সময় হলদিয়া থেকে বাড়ি ফিরছিলেন অপর…
পথ দুর্ঘটনায় মৃত ১ মানবিক সিভিক ভলেন্টিয়ার
১৫ই ডিসেম্বর সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তের জন্মদিন কে নিয়ে যখন সারা হলদিয়ায় শাসক এবং বিরোধী দলের তৎপরতা শুরু হয়েছে ঠিক সেই সময় সকাল ৭:৩০ সময় হলদিয়া থেকে বাড়ি ফিরছিলেন অপরদিক থেকে বাস আসাতে মুখোমুখি ধাক্কায় বাইক আরোহী ছিটকে পড়ে নাম মহাদেব গিরি বয়স ৩১ বাবার নাম শ্রী রামগিরি। গ্রাম পীতাম্বরচক। পোষ্ট রায় রাঞ্যায়াচক থানা- হলদিয়া
হলদিয়ার শ্রমিক মহাদেব গিরি সাড়ে সাতটা নাগাদ জামতলা বাস স্টপেজে পথ দুর্ঘটনার কবলে পড়েন। লোকটি গুরুতর আহত হয় রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। মানবিক ভবানীপুর থানার সিভিক ভলেন্টিয়ার আরিফ বিল্লাহ যার ব্যাচ নং ১৬৭৩ অসুস্থ মহাদেব গিরি কে হলদিয়া হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া । লোকটি গুরুতর আহত হওয়াতে প্রথমে নাম আর ঠিকানা কিছু বলতে পারেনি। হাসপাতালে নিয়ে যাবার সময় আরিফের কোলে মাথা শোয়া অবস্থায় মারা যায় দুর্গাচক হাসপাতালে ভর্তি করতেই চিকিৎসক জানালেন বেশ কিছু সময় আগেই উনি মারা গেছেন। মৃত মহাদেব কে ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে রাখা হয়। পরে তার পরিবারের লোকজনকে খোঁজখবর নিয়ে জানানো হয়। এই পথ দুর্ঘটনার সময় কিছু সময় যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছে যায় ভবানীপুর থানার পুলিশ আহত ব্যক্তিকে তুলে নিয়ে আসার পর যানজট উঠে যায় এলাকা শান্ত।
No comments