রাস্তায় ফুটবল খেলে বিজেপির রাজ্য সভাপতিকে জবাব দিল তৃণমূল যুব কংগ্রেস
স্বামীজির বাণীকে পাথেয় করে রাস্তায় ফুটবল খেলে বিজেপির রাজ্য সভাপতিকে জবাব দিল তৃণমূল যুব কংগ্রেস। মঙ্গলবার ২৬ শে ডিসেম্বর রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের মাধ্যমে ধিক…
রাস্তায় ফুটবল খেলে বিজেপির রাজ্য সভাপতিকে জবাব দিল তৃণমূল যুব কংগ্রেস
স্বামীজির বাণীকে পাথেয় করে রাস্তায় ফুটবল খেলে বিজেপির রাজ্য সভাপতিকে জবাব দিল তৃণমূল যুব কংগ্রেস। মঙ্গলবার ২৬ শে ডিসেম্বর রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের মাধ্যমে ধিক্কার জানানো হয় সুকান্ত মজুমদারকে। একইসঙ্গে জানান দেওয়া হয়, বাংলার মনীষীরা বাংলার গৌরব। কিন্তু বিজেপি বাংলা বিরোধী বলে ক্রমাগত বাংলার বরেণ্যদের অপমান করছে, মূর্তি ভাঙছে।
গত রবিবার ২৪ শে ডিসেম্বর গীতা পাঠের অনুষ্ঠানস্থল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দকে কুৎসিত ভাষায় আক্রমণের অভিযোগ ওঠে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, স্বামীজির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে, তাঁকে বামপন্থী হিসেবে দেখিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। দেশের বরেণ্য মনীষীকে অপমান করেছেন সুকান্ত। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলে তৃণমূল। কিন্তু রবিবার ও সোমবারের মধ্যে সুকান্তবাবু ক্ষমা না চাওয়ায়, মঙ্গলবার ২৬ শে ডিসেম্বর আন্দোলনের রাস্তা বেছে নেয় তৃণমূল। এদিন রাজ্যের প্রতিটি ব্লকে পদযাত্রা করেন তৃণমূলের যুব শাখার নেতা-কর্মীরা। সঙ্গে ছিল ফুটবল। তৃণমূলের বক্তব্য, গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, এই বার্তাটা দিয়ে গিয়েছেন স্বামীজি। তাই ফুটবল সঙ্গী ছিল তৃণমূলের পদযাত্রায়।
হলদিয়ার জাতীয় সড়কে মিছিলের সামনে যেমন ফুটবল খেলা হয়েছে, তেমনই জেলাতেও কর্মসূচি হয়েছে। হলদিয়া ডিঘাসিপুর ১৭ নম্বর ওয়ার্ড অফিসের সামনে থেকে ব্রজলাল চক হাই রোড মোড়ে পর্যন্ত মিছিল করে তৃণমূল যুব কংগ্রেস। পরে স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। স্বামীজি ছবি ও তাঁর বাণীকে প্ল্যাকার্ডে উল্লেখ করে পথে নামেন হলদিয়া টাউন ও হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের নেতৃবৃন্দ। তৃণমূলের বক্তব্য, সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা বাংলার মনীষীদের অপমান করছেন, বাংলার মানুষ গেরুয়া শিবিরকে ক্ষমা করবে না। গীতাপাঠ করলে রাজ্যপাঠ হাতে আসবে না। বাংলা বিজেপির নয়। সামাজিক মাধ্যমে তৃণমূল আওয়াজ তোলে। সভায় বক্তব্য রাখেন তাম্রলিপ্ত সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি আজগর আলি পল্টু উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের যুব সভাপতি এবং হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস দাস উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি সাইফুল ইসলাম বর্তমান সভাপতি মৌমিতা ঘোড়াই প্রধান তৃণমূল কংগ্রেসে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য এবং জেলা পরিষদের ২ সদস্য উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ববৃন্দ। কটাক্ষ করলেন বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন মিছিলের সামনে যে শিশুটি বল খেলতে খেলতে যাচ্ছে সেই শিশুটির এখন ভোটাধিকার হয়নি স্কুলের গণ্ডি এখনো পেরো নি তার এখন স্কুলের যাবার সময় তার শিশু মনে রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে তৃণমূল?
No comments