Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ইসকন মন্দিরের সামনে চলছে ফুড ফেস্টিভ্যাল

হলদিয়া ইসকন মন্দিরের সামনে চলছে ফুড ফেস্টিভ্যাল পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া বনবিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হলদিয়া ইসকন আয়োজিত রাধা পার্থসারথি মন্দিরে শুরু হয়েছে ২৪ শে ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে ফুড…

 


হলদিয়া ইসকন মন্দিরের সামনে চলছে ফুড ফেস্টিভ্যাল 

পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া বনবিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হলদিয়া ইসকন আয়োজিত রাধা পার্থসারথি মন্দিরে শুরু হয়েছে ২৪ শে ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে ফুড ফেস্টিভ্যাল। খাদ্য রসিকদের জন্য ভিন্ন স্বাদের খাওয়ার নিয়ে হাজির প্রায় ৮টি স্টল রয়েছে ইসকন মন্দিরের সামনেই। থাকছে বিভিন্ন ধরনের মুখরোচক খাওয়ার বিরিয়ানি, রোল, ঘুগনি, ফুচকা, কাটলেট,চপ বিভিন্ন ধরনের মিষ্টির ভিন্ন স্বাদের সম্ভার নিয়ে হাজির ফুড ফেস্টিভাল। বিকাল তিনটে থেকে ফুড ফেস্টিভেল খাদ্য রসিকদের জন্য ভিন্ন স্বাদের সম্ভার নিয়ে ইসকন মন্দির । মন্দিরে সামনেই মেলা বসে যায়। 

দুর দুরান্ত থেকে আসছেন ইসকন ভক্তগণ। প্রভু জগন্নাথ মাতা সুভদ্রা ও বলরাম , রাঁধা কৃষ্ণ ,ও প্রভুপাদ ,দর্শন এবং সন্ধ্যা আরতির পরেই ফুড ফেস্টিভেল  উপচে পড়া ভিড়।

বর্ষ বিদায় এবং নতুন বর্ষকে স্বাগত জানাতে হলদিয়া ইসকন পার্থসারথি মন্দির এর তরফ থেকে থাকছে বর্ষবরণ অনুষ্ঠান। ৩১ শে ডিসেম্বর রাত্রি বারোটা পর্যন্ত চলবে হলদিয়া ইসকন রাধা পার্থ সারথি মন্দির এ নাম সংকীর্তন জানালেন হলদিয়া ইসকন মন্দির ইনচার্জ প্রভু লক্ষ্মী গোবিন্দ দাস।

No comments