Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এই মুহূর্তে বড় খবর শিল্প শহরে হলদিয়া পেট্রোকেমে আগুন

এই মুহূর্তে বড় খবর শিল্প শহরে হলদিয়া পেট্রোকেমে আগুন
হলদিয়া পেট্রকেমের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন। রাত ৩টে নাগাদ আগুন লাগে। প্রায় ৪৫-৫০ মিনিট আগুন স্থায়ী ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন পদস্থ আধিকারিকরা। ক্ষয়ক্ষতির হিসেব জানা য…

 




এই মুহূর্তে বড় খবর শিল্প শহরে হলদিয়া পেট্রোকেমে আগুন


হলদিয়া পেট্রকেমের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন। রাত ৩টে নাগাদ আগুন লাগে। প্রায় ৪৫-৫০ মিনিট আগুন স্থায়ী ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন পদস্থ আধিকারিকরা। ক্ষয়ক্ষতির হিসেব জানা যায়নি।ন্যাপথা ক্র্যাকার প্ল্যান্টের হিটারে ওই আগুন লেগেছিল।

সূত্রে জানা যায় প্রত্যেক বছরই ঠিক এই সময় আগুন লাগে তাহলে কি সেফটি নিয়ে কোন সমস্যা রয়েছে ? সংস্থা অধিকারীরা মুখে কুলুপ এটেছে । ফোনে কোন জানা যায়নি।শিল্প শহরে এসে পৌঁছেছেন শিল্প বাণিজ্য স্ট্যান্ডিং কমিটির 25 সদস্যের একটি দল সেই দলের নেতৃত্ব দিচ্ছেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কানাইলাল দাস কানাইলাল দাস তিনি বলেন আগুন লাগার বিষয়টা শুনেছি কিন্তু কি বিষয়ে হয়েছে সেটা জানা নেই খোঁজ নিয়ে আগামী দিনে জানাতে পারব। সূত্রে জানা যায় প্রায় চারটি দমকল এসে আগুন আয়ত্তে আনে তবে সময় মতো না জানতে পারলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো বলেও জানা যায় তবে এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


বুধবার ভোররাতে ভয়াবহ আগুন লাগে হলদিয়া পেট্রকেমিক্যালসের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে। আগুনে ৫ নম্বর হিটার বা ফার্নেস ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের ৭টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই, তবে উৎপাদন ব্যাহত হয়। ২০১৯ এবং ২০২১ সালের পর ফের পেট্রকেমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রাজ্যের ডাইরেক্টরেট অব ফ্যাক্টরিজের নির্দেশে এদিন ঘটনাস্থল ঘুরে দেখেন হলদিয়ার ফ্যাক্টরি ইনসপেক্টর। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর তিনটে নাগাদ আগুন লাগতেই প্লান্টজুড়ে একটানা ইমারজেন্সি সাইরেন বাজতে শুরু করে। তখনই বাইরে বেরিয়ে আসেন নাইট ডিউটির শ্রমিক-কর্মচারীরা। সাইরেনের তীব্র শব্দে আশপাশের কারখানার শ্রমিক কর্মচারীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিন চার কিলোমিটার দূর থেকে পেট্রকেমের আগুনের লেলিহান শিখা নজরে আসে তাঁদের। কর্মীরা বলেন, রুম থেকে বেরিয়ে আগুন দেখতে পেয়ে প্রথমে ভয় পেয়ে যাই। অনেক উঁচু পর্যন্ত আগুনের শিখা উঠেছিল।



No comments