Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সকলের কথা' সৃজন সম্মানে শারদ সংখ্যা প্রকাশ

'সকলের কথা' সৃজন সম্মানে শারদ সংখ্যা প্রকাশ
 'সকলের কথা' পরিবারের পক্ষ থেকে ১০ ডিসেম্বর মহিষাদলের কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে হয় ১৬তম বর্ষে সকলের কথা সৃজন সম্মান- ২০২৩। কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সংগীত শ…

 



'সকলের কথা' সৃজন সম্মানে শারদ সংখ্যা প্রকাশ


 'সকলের কথা' পরিবারের পক্ষ থেকে ১০ ডিসেম্বর মহিষাদলের কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে হয় ১৬তম বর্ষে সকলের কথা সৃজন সম্মান- ২০২৩। কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সংগীত শিল্পী, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উদ্বোধন হয় 'সকলের কথা' শারদ সংখ্যার। প্রতি বছরের মতো এবারও সকলের কথা পত্রিকার প্রচ্ছদ অলংকৃত করেছেন চিত্রশিল্পী মৃণাল শীল। চিকিৎসক, কবি-সাহিত্যিক, খেলোয়াড়-সহ বিভিন্ন পেশার মানুষকে সৃজন সম্মানে সম্মানিত করা হয়। ছিলেন সাহিত্যিক বিনায়ক বন্দোপাধ্যায়, চুমকি চট্টোপাধ্যায়, কমলেশ কুমার, বাংলাদেশ থেকে আগত কবি মজিদ মাহমুদ-সহ তিন দিকপাল ফুটবলার উলগানাথন, তরুণ বসু এবং ভাস্কর গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন শ্রাবণী সেন।মহিষাদলের কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে 'সকলের কথা' পত্রিকার সৃজন সম্মান প্রদান অনুষ্ঠান হল। প্রকাশিত হল শারদ সংখ্যা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শ্রাবণী সেন। অনুষ্ঠানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শিল্পী হিরণ মিত্র, সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ওপার বাংলার কবি মজিদ মামুদ, চুমকি চট্টোপাধ্যায় এবং তিন বিখ্যাত ফুটবলার উলগানাথন, ভাস্কর গঙ্গোপাধ্যায় এবং তরুণ বসু। উদ্যোক্তাদের পক্ষে সুজিত ভৌমিক জানান, এদিন সম্মানিত করা হয় 'বৃক্ষসখা' হিসেবে পরিচিত অধ্যাপক দিলীপ রায়, বেতকল্লা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক তাপস কর, দৃষ্টিহীন অ্যাথলিট দুর্গা মিদ্দ্যা ও তাঁর কোচ সুমিত বাগ, নবতিপর 'ডাক্তারমাসি' গৌরি বেরাকে। 'নিরালা সাহিত্য সম্মান' দেওয়া বর্ষীয়ান কবি মল্লিনাথ চট্টোপাধ্যায়কে। 'কুমুদিনী ডাকুয়া পুরস্কার' পান অঞ্জলী সাউ। মরণোত্তর ফুটবল সম্মান দেওয়া হয় ফুটবলার সুব্রত আচার্যকে। মরণোত্তর ক্রিকেট সম্মান দেওয়া অকাল প্রয়াত ক্রিকেটার পার্থ দাসের পরিবারের হাতে। 'সকলের কথা' শারদ সংখ্যায় শুভেন্দু অধিকারী সত্যনিষ্ঠ ভারতসাধক কুমারচন্দ্র জানাকে নিয়ে লিখেছেন।

No comments