প্রয়াত হলেন হলদিয়া পৌরসভা পৌর কর্মী- নিমাই দীর্ঘদিন হলদিয়া নোটিফায়েড এরিরা সময় থেকে কাজ শুরু করে বর্তমানে হলদিয়া পৌরসভায় কাজ করতেন। শান্ত মেজাজে হলদিয়া ভবানীপুর থানা অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ড ভবানীপুর এই বাসিন্দা নিমাই তু…
প্রয়াত হলেন হলদিয়া পৌরসভা পৌর কর্মী- নিমাই দীর্ঘদিন হলদিয়া নোটিফায়েড এরিরা সময় থেকে কাজ শুরু করে বর্তমানে হলদিয়া পৌরসভায় কাজ করতেন। শান্ত মেজাজে হলদিয়া ভবানীপুর থানা অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ড ভবানীপুর এই বাসিন্দা নিমাই তুঙ্গ । গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। কিডনি ড্যামেজ হয়ে যাওয়াতে ডায়ালিসি চলতো বলে জানা যায় তা সত্ত্বেও তিনি অফিস চালিয়ে যেতেন। ১০ই ডিসেম্বর রবিবার রাতেই কাশি শুরু হয়। তৎক্ষণাৎ বাড়ির লোকেরাই বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায় রাত্রি বারোটার সময় শ্বাসকষ্ট দেখা যায় তৎক্ষণা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১০ই ডিসেম্বর রবিবার রাত্রি ১২:৩৬ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার এই মৃত্যুতে হলদিয়া পৌর এলাকার পৌর কর্মচারীরা শোকাহত।
তার মৃত দেহ হলদিয়া পৌরসভা নিয়ে আসা হয় সেখানে বিভিন্ন দপ্তরের কর্মচারী আধিকারিকরা শেষ শ্রদ্ধা নিবেদন করলেন। তার এই মৃত্যুতে তার আত্মার চিরশান্তি কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এস এইচ গ্রুপের মহিলারা ।এম ইউ এল এম দপ্তরের ম্যানেজার অনির্বাণ মাইতি, এম ইউ এল এম সিওদিদিরা । সি এল এফ হলদিয়া পৌরসভার সম্পাদিকা কেয়া দাস কোষাধক্ষ্য সান্তনা শেঠ সভাপতি কবিতা মন্ডল প্রামানিক ও অন্যান্য সদস্যবৃন্দ। সমবেদনা জানিয়েছেন পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি চন্দন বেরা।
No comments