দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে ওয়েস্ট বেঙ্গল অ্যাডিশনাল চিফ সেক্রেটারি দেবাশীস সেন সহ প্রশাসনিক কর্তারা রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় পর্যটকদের মনোরঞ্জন দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দ…
দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে ওয়েস্ট বেঙ্গল অ্যাডিশনাল চিফ সেক্রেটারি দেবাশীস সেন সহ প্রশাসনিক কর্তারা
রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় পর্যটকদের মনোরঞ্জন দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছেন আগামী ২০২৪ এর এপ্রিল মাসে মন্দিরের শুভ উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রীর ঘোষনার পর এদিন দুপুরে দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শন করতে আসেন ওয়েস্ট বেঙ্গল অ্যাডিশনাল চিফ সেক্রেটারি দেবাশীস সেন। সেই সাথে উপস্থিত ছিলেন দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা সহ জেলা ও রাজ্যের আধিকারিকরা।এদিন মন্দিরের কতটা কাজ এগিয়েছে তা ঘুরে ঘুরে দেখেন। প্রতিমাসে তিনি পরিদর্শনে আসবেন বলে জানান।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর প্রশাসনিক কর্তারা তোড়জোড় শুরু করে দিয়েছে। হাতে আর অল্প দিন। সেই সময়ের মধ্যে এত বড় প্রোজেক্ট সম্পূর্ণ করতে যুদ্ধকালীন কাজ শুরু হয়েছে।
এদিন ওয়েস্ট বেঙ্গল অ্যাডিশনাল চিফ সেক্রেটারি দেবাশীস সেন কিছু না বললেও দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা জানান, জগন্নাথ মন্দিরের কাজ কতটা হয়েছে, কি পর্যায় রয়েছে তা দেখতেই এসেছিলেন। এলাকা পরিদর্শন করার পাশাপাশি শ্রমিক ও নির্মানের দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে কথা বলেন, নক্সা দেখেন। দ্রুত নির্মান কাজ সম্পূর্ণ যাতে হয় তার জন্য প্রতিমাসে একবার করে পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন সেনবাবু।
No comments