Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Breaking!! এই মুহুর্তের বড় খবর, গ্রাম ও শহরের সুন্দরীদের লড়াইয়ে জয়ের মুকুট পড়লো গ্রামের মেয়ে প্রিয়া

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/mP7Qi0aWcoU
মুহুর্তের বড় খবর, গ্রাম ও শহরের সুন্দরীদের লড়াইয়ে জয়ের মুকুট পড়লো  গ্রামের মেয়ে প্রিয়া,  গ্রাম ও শহরের সুন্দরীদের লড়াই? বাজিমাত করলো গ্রাম? মিস মেদিনীপুরের খেতাব অর্জন করল…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/mP7Qi0aWcoU


মুহুর্তের বড় খবর, গ্রাম ও শহরের সুন্দরীদের লড়াইয়ে জয়ের মুকুট পড়লো  গ্রামের মেয়ে প্রিয়া,

  গ্রাম ও শহরের সুন্দরীদের লড়াই? বাজিমাত করলো গ্রাম? মিস মেদিনীপুরের খেতাব অর্জন করল প্রিয়া মিশ্র?

মিস ইন্ডিয়া, মিস ক্যালকাটার পর এবার হলদিয়াতে  মিস মেদিনীপুরের লড়াই শুরু হয়ে ছিল ২৪ শে নভেম্বর" ২৩

গ্রাম থেকে শহরের সুন্দরী সুন্দরী যুবতীদের  মেলা বসেছিল হলদিয়ার সতীশ সামন্ত ট্রেড সেন্টারে। ২০ ফুটের রেম্পে হেঁটে বাজিমাত করলো ভগবানপুরের মেয়ে প্রিয়া মিশ্র। তৈরি করলো নয়া ইতিহাস "মিস মেদিনীপুর"।

কয়েকদিন ধরে তাদের ট্রেনিং দিয়ে গ্রাম ও শহরকে সুন্দরী যুবতীদের এক জায়গায় মিলিত করেছিল ডিয়ার ডল কনস্ট্রাকশন। প্রায় ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে কয়েকজনকে বেছে নিয়ে তাদের তালিম দিয়ে  মিস ক্যালকাটা ও মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মত উপযুক্ত করে তুলছিল। 

হলদিয়ার ২০ ফুটের রেম্প কাঁপিয়ে এবার "মিস মেদিনীপুরের" জয়ের মুকুট পড়লো প্রিয়া মিশ্র । এবার কি মিস ক্যালকাটা থেকে " মিস ইন্ডিয়া" অংশগ্রহণ করবে প্রিয়া, সে নিয়ে এখন গ্রাম থেকে শহরে গুঞ্জন শুরু হয়েছে।

মিস মেদিনীপুর থেকে মিস ক্যালকাটা,মিস ইন্ডিয়ায় নিয়ে যেতে প্রান্তিক এলাকার সুন্দরীর খোঁজ শুরু করে ছিল মেদিনীপুর জেলার মহিষাদল ডিয়ার ডল কনস্ট্রাকশন। অবি ভক্ত মেদিনীপুর জেলার গ্রাম থেকে শহরের  বহু সুন্দরী সুন্দরী  যুবতীতের লড়াই ।

অর্গানাইজার ডলি ভৌমিক জানান সঠিক প্রশিক্ষণের অভাবে রাজ্য ও দেশের সামনে তাদের প্রতিভা তুলে ধরতে পারেনি। গ্রামের প্রান্তিক এলাকার মেয়েদের তাদের লক্ষ্যে পৌঁছে দিতে এগিয়ে দিতেই আমার এই উদ্যোগ।

 ২৪ নভেম্বর শিক্ষা ও সংস্কৃতির শহর হলদিয়াতে নয়া ইতিহাস তৈরি হল  "মিস মেদিনীপুর"।

 " এদিন তিনি বলেন, মেদিনীপুর জেলার বহু প্রতিভা রয়েছে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান গবেষণা এগিয়ে রয়েছে জেলা, স্বাধীনতা আন্দোলনের ভারতবর্ষের মধ্যে অগ্রনী ভূমিকা নিয়েছিলেন মেদিনীপুর। সেই মেদিনীপুর থেকে মিস মেদিনীপুর শিরোপা অর্জন করেছে গ্রামের মেয়ে "প্রিয়া"। মিস ক্যালকাটা, মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা তাকে তার লড়াইয়ের মাঠে নামিয়ে দিলাম। তবে গ্রাম ও শহরের সুন্দরী সুন্দরী যুবতীদের  লড়াইয়ের পর সাধারণ মানুষের আবেদনে সাড়া দিয়ে আগামী বছর,  ২০ ফুটের রেম্পে হাঁটবে "মিসেস মেদিনীপুর" সেই রেম্পে তাদের প্রতিভা তুলে ধরবে সুন্দরী সুন্দরী মিসেসরা।

 হলদিয়ার রেম্প কাঁপিয়ে মিস মেদিনীপুরের শিরোপা মুকুট পড়েছেন প্রিয়া মিশ্র। তিনি জানান আগামী দিনের চলার পথ প্রশস্ত করলেন ডিয়ার ডল এন্ড কনস্ট্রাকশন তাদের কৃতজ্ঞতা জানালেন। জানালেন দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী, ঈশিতা বারিক ও সৃজা অধিকারী। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অভিনেত্রী মেঘনা হালদার উপস্থিত ছিলেন "মিস বর্ধমান"  শিরোপা অধিকারী ঐন্দ্রিলা দে সরকার, উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বালা, ছিলেন ডিয়ার ডল কন্সট্রাকশন কর্ণধার ডলি ভৌমিক এবং তার কন্যা তমালিকা ভৌমিক, উপস্থিত ছিলেন যুথিকা এন্টারপ্রাইজ প্রডিউসার ও প্রযোজক ডাইরেক্টর শ্যামল কুমার উত্থাসিনী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সুন্দরীদের লড়াই এর উদ্বোধন করেছিলেন প্রাক্তন সাংসদ শিক্ষাবিদ ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ। ‌  

 এবার মিসেস মেদিনীপুর" প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত হচ্ছে জেলার সুন্দরী সুন্দরী যুবতীরা ‌। খুব শীঘ্রই শুরু হবে মিসেস মেদিনীপুর প্রতিযোগিতা জানালেন ডিয়ার ডল কনস্ট্রাকশন কর্ণধার ডলি ভৌমিক।

  "মিস মেদিনীপুরের" পর মিসেস মেদিনীপুর প্রতিযোগিতা  সফল হওয়ার লক্ষ্যে  এখন থেকেই কসরত করা শুরু করছেন বহু সুন্দরী সুন্দরী যুবতীরা। মিস মেদিনীপুর শিরোপা অর্জন করেছেন প্রিয়া মিশ্র এবার দেখার পালা  কার কার  মাথায় "মিসেস মেদিনীপুর" এর মুকুট কার মাথায় বসে তা দেখার অপেক্ষায় হলদিয়া ও মেদিনীপুরের মানুষ।





    

No comments