Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তুমি ধন্য ধন্য হে ।। দূর্গাপদ মিশ্র (হলদিয়া বন্দর পত্রিকা সম্পাদক)

তুমি ধন্য ধন্য হে ।। দূর্গাপদ মিশ্র (হলদিয়া বন্দর পত্রিকা সম্পাদক)
হোড়খালি ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী দর্শনানন্দজী মহারাজ অমৃত লোকে যাত্রা করেছেন। ত্যাগ ও বৈরাগ্যের মূর্ত বিগ্রহ শ্রম সেবা ও সংযমের অনুকরণীয় ব্যাক্…

 




তুমি ধন্য ধন্য হে ।।

 দূর্গাপদ মিশ্র (হলদিয়া বন্দর পত্রিকা সম্পাদক)


হোড়খালি ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী দর্শনানন্দজী মহারাজ অমৃত লোকে যাত্রা করেছেন। ত্যাগ ও বৈরাগ্যের মূর্ত বিগ্রহ শ্রম সেবা ও সংযমের অনুকরণীয় ব্যাক্তিত্ব  মহারাজের সঙ্গ পেয়েছি এই হল সাংবাদিক হিসেবে আমার পরম প্রাপ্তি, ভক্তিনম্রচিত্তে তাঁকে স্মরণ করি প্রনতি জানাই।

হোড়খালি ভারত সেবাশ্রম সংঘের শতবর্ষে শুভ লগ্নে হোড়খালি আশ্রমের বার্ষিক উৎসবে প্রকাশিত স্মরণিকায় "মানুষই দেবতা"   নামে আমার একটি লেখা ছিল ছিল।  সম্পাদনা করেছিলেন স্বামীজী স্বয়ং । উক্ত আশ্রমে কথা তুলে ধরেছেন তার লেখা হোড়খালী ভারত সেবাশ্রম সংঘের ইতি কথায়।

হোড় খালি সেবাশ্রম সংঘের আকার আয়তন যেমন বেড়েছে তেমনি বেড়েছে তার নানাবিধ কার্যাবলী। সুদীর্ঘ কাল এই আশ্রমে যেমন পূজা পার্বন যাগ যজ্ঞ ও হিন্দু ধর্ম সম্মেলন যে হয়ে আসছে তেমনি হিন্দু ধর্মশাস্ত্র পরীক্ষা ও গ্রহণ করা হত। ছাত্রাবস্থায় আমি নিজেও ধর্মশাস্ত্র পরীক্ষায় বসেছিলাম সেই স্মৃতি আজও মনের মনিকোঠায় সঞ্চিত হয়ে আছে।

স্বামী দর্শনানন্দজী মহারাজের দেহাবসান হয়েছে কিন্তু তাঁর গুনাবলী ও কর্মকাণ্ড আমাদের সমাজের প্রতি দায়বন্ধতার কথা স্মরণ করাবে দীর্ঘকাল। যুগাচার্যের বাণী  "মানুষ চায় শক্তিও শান্তি; সর্বত্যাগী সন্ন্যাসীরাই সেই শক্তিও শান্তির পথ প্রদর্শক || ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।।

No comments