নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ৪৪ তম রাজ্য সম্মেলন
তুষার কান্তি খাঁ, চিত্ত রঞ্জন ,৪ নভেম্বর :নিখিল ভারত বঙ্গসাহিত্য সম্মেলন সাহিত্যচর্চার এক অন্যতম উঠোন ।এই সংগঠনের ৪৪ তম রাজ্য অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে চিত্তরঞ্জনের দেশবন্ধু মহাবি…
নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ৪৪ তম রাজ্য সম্মেলন
তুষার কান্তি খাঁ, চিত্ত রঞ্জন ,৪ নভেম্বর :নিখিল ভারত বঙ্গসাহিত্য সম্মেলন সাহিত্যচর্চার এক অন্যতম উঠোন ।এই সংগঠনের ৪৪ তম রাজ্য অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে চিত্তরঞ্জনের দেশবন্ধু মহাবিদ্যালয় প্রাঙ্গনে। আয়োজক রূপনারায়নপুর শাখা। মঞ্চের নামকরণ করা হয়েছে প্রয়াত সংগঠক ও সাংস্কৃতিক কর্মী মানব চক্রবর্তীর নামে। এদিন প্রভাতফেরি ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের সদস্যরা ।এক বিশাল শোভাযাত্রা চিত্তরঞ্জন শহরের অনেকাংশ পরিক্রমা করে মহাবিদ্যালয় প্রাঙ্গনে এলে সেখানে সংগঠনের রাজ্য পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি মোহিত রঞ্জন গাঙ্গুলী ।জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় সচিব অনিল ধর। উপস্থিত ছিলেন রাজ্য সচিব প্রণবেশ দাস সহ আরো অনেকে। অনিল ধর জানান দু 'দিনের এই অনুষ্ঠানে নাচ ,গান, আবৃত্তি, সাহিত্য আলোচনা, ছড়া, স্বরচিত কবিতা পাঠে সাংস্কৃতিক মঞ্চ উদ্বেলিত হয়ে উঠবে ।সারা রাজ্য থেকে প্রায় ৩৫০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। সম্মেলনকে ঘিরে প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে।
No comments