শারদলক্ষ্মী্র পূজা অর্চনা
দেভোগগ্রামে আমরা সবাই জুনিয়ার উদ্যোগে শারদলক্ষ্মী্র পূজা অর্চনা
আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা হয় । কিন্তু এবার তিথি নক্ষত্রের ফেরে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বাঙালির ঘরে পূজ…
শারদলক্ষ্মী্র পূজা অর্চনা
দেভোগগ্রামে আমরা সবাই জুনিয়ার উদ্যোগে শারদলক্ষ্মী্র পূজা অর্চনা
আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা হয় । কিন্তু এবার তিথি নক্ষত্রের ফেরে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বাঙালির ঘরে পূজিত হলেন দেবী লক্ষ্মী।
বেশিরভাগ বাঙালিই বছরভর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকে। এছাড়াও শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীর পুজো হয়।
কিন্তু শারদের পূর্ণিমাতে প্রায় প্রতিটি বাঙালি ঘরেই দেবী লক্ষ্মী আরাধ্যা হয়ে থাকেন। দুর্গাপূজার পর লক্ষ্মীকে কোজাগরী লক্ষ্মীও বলা হয়ে থাকে।
প্রচলিত আছে, কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে ধন-সম্পদের দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করেন এবং বাড়ি বাড়ি গিয়ে সকলকে আশীর্বাদ দেন। কিন্তু যার বাড়ির দরজা বন্ধ থাকে, তাঁর বাড়িতে লক্ষ্মী প্রবেশ করেন না ও সেখান থেকে ফিরে চলে যান। তাই লক্ষ্মী পুজোর রাতে জেগে থাকার রীতি প্রচলিত আছে। যে ভক্ত রাত জেগে আরাধনা করেন, তাঁকে দু’হাত ভরে আশীর্বাদ করে যান তিনি ৷ তাঁর ঘর ভরে ওঠে ধনসম্পত্তি ও সমৃদ্ধিতে। বিভিন্ন জায়গার ক্লাব ও সংগঠনের পূজো উদ্যোক্তাদের পাশাপাশি প্রতিটি বাড়িতেই চলছে লক্ষ্মীপুজো। লক্ষী পূজো থেকে কালীপুজোর মধ্যে যে সকল লক্ষ্মীপূজো হয় তাকে শারদ লক্ষী পূজা বলা হয়।
পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষার নগর হলদিয়া দেভোগ উত্তর পল্লী সাহু পাড়াতে শারদ লক্ষী পূজায় মেতে উঠলেন আমরা সবাই জুনিয়ার লক্ষ্মীপূজো কমিটি তাদের এ বছরে ১৬ তম বর্ষে পদার্পণ করলো,
৮ই নভেম্বর বুধবার হলদিয়া পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডে দেভোগগ্রামে লক্ষ্মীপুজোর উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু মন্ডল বিশিষ্ট সমাজসেবী মিলন মন্ডল উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভা প্রাক্তন কাউন্সিলর আজিজুল রহমান উপস্থিত ছিলেন সুকুমার সেঠ হরিপদ নস্কর শিক্ষক বিভাস নস্কর শেখ নুর ইসলাম নূর হোসেন শেখ হাফিজুল এছাড়া উপস্থিত সাবিত্রী মিশ্র রামকৃষ্ণ সারদুল শিক্ষক আশিস দাস সুব্রত দাস অশ্বিনী খাটুয়া এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া বন্দর পত্রিকা সম্পাদক দুর্গাপদ মিশ্র।
সকাল থেকেই পুজো মণ্ডব ঘিরে আলপনা দেওয়ার পাশাপাশি পুজো মন্ডপ সুসজ্জিত সাজানো হয়েছে। সাবেকি এনা মূর্তিতে রেশমি সুতোর দিয়ে তৈরি হয়েছে মূর্তি দক্ষিণের আবাহনী মন্দিরের আদলে তৈরি হয়েছে মন্ডপ । উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় গ্রামের দেড়শ জন পরিবারের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় এবং দুস্থ মানুষদের জন্য ডেঙ্গু প্রতিরোধ প্রতিরোধে মশারি বিতরণ করা হয় বলে জানালেন পুজো কমিটির সম্পাদক আজকের এই সভায় সভাপতিত্ব করেন সুশান্ত জানা শিক্ষক সঞ্চালনা করেন সুদীপ সামন্ত ।
No comments