জাতীয় সড়ক যানজট মুক্ত করতে প্রশাসনিক সভা
শিল্প শহর হলদিয়া দিন দিন যানজটে নাকাল হচ্ছে এলাকার মানুষ। তিলে তিলে তিলো তোমার হচ্ছে হলদিয়া প্রথমে হলদিয়া নোটিফায়েড এরিরা গঠন এবং পরবর্তীকালে হলদিয়া মিউনিসিপালিটি ঘোষণা হয়েছে। এবং …
জাতীয় সড়ক যানজট মুক্ত করতে প্রশাসনিক সভা
শিল্প শহর হলদিয়া দিন দিন যানজটে নাকাল হচ্ছে এলাকার মানুষ। তিলে তিলে তিলো তোমার হচ্ছে হলদিয়া প্রথমে হলদিয়া নোটিফায়েড এরিরা গঠন এবং পরবর্তীকালে হলদিয়া মিউনিসিপালিটি ঘোষণা হয়েছে। এবং তার উপরেই হলদিয়া উন্নয়নের গঠিত হয়েছে। জেলার অধিকাংশ এলাকা জুড়ে হলদিয়া উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছে। এখন পূর্ব পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া টাউনশিপ দুর্গাচক সুতাহাটা চৈতন্যপুর রানিচক এবং চক এলাকার জুড়ে সারাদিনে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। যদিও নজরদারির জন্য হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে লাগানো হয়েছে সিসি ক্যামেরা কিন্তু কবিদের পর থেকে মোটরবাইক এবং জান বাহন অনেকটাই বেড়ে গেছে তার ফলেই ঘনঘন যানজটের সৃষ্টি হয় বিশেষ করে ভিন রাজ্যের ট্যাংকার এবং মাল বোঝাই গাড়ি এসেই রাস্তার ধারেই দাঁড়িয়ে যায় যদিও জাতীয় সড় ক কে ধরেই অনেক জায়গায় বেসরকারি ভাবে রয়েছে পার্কিং । গাড়ি পার্কিংয়ের জন্য তৈরি করেছে হলদিয়া উন্নয়ন পর্ষদ উদ্যোগে কিন্তু তা সত্ত্বেও মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া যানজটের সৃষ্টি হয়।
যানজট মুক্ত করতে হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাগৃহে হলদিয়া উন্নয়ন পর্ষদের বোর্ড সভাতেই আলোচনা হয় সেখানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক জেলার সুপারিনটেনডেন্ট পুলিশ, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা এসডিও হলদিয়া শিল্প শহরে বিভিন্ন কারখানার আধিকারিক বৃন্দ। উপস্থিত ছিলেন খুললে শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন ট্রান্সপোর্টার।
আজকের সভা থেকে ট্রান্সপোর্টারদের নির্দেশিক যাওয়ার নির্দেশিকা দেওয়া হয়। যাতে রাস্তা এলোমেলো গাড়ি না রেখে নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি রাখতে হবে । হলদিয়া থেকে বেঁচে থাকা পর্যন্ত যতগুলি চোখ মোড় রয়েছে সবগুলি পরিষ্কার হলেও ব্রজ লাল চক মরে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে টোটো অটো ফুটপাত দখল করে চলছে ব্যবসা। সেই নিয়েও এলাকার মানুষ সোচ্চার হলেও কিন্তু কোন কাজ হয়নি তবে আজকে এই সভাতে জেলা শাসক বলেন আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই রাস্তা পরিষ্কার করার জন্য ফুটপাত মুক্ত করার জন্য। ইতিমধ্যে ওই ব্রজলালচক এলাকায় এক বছরের ছয় জন প্রাণ হানি হয়েছে। সে নিও সোচ্চার হয়েছেন হলদিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ আলম রঞ্জন দাস তিনি বারে বারে ন্যাশনাল হাইওয়ে জানিয়ে ও কোন কাজ হয়নি বলে তিনি বলেন।
No comments