ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/g6BjPy-uc2M
অষ্টম বর্ষ সৃষ্টি ইনস্টিটিউট অফ্, আর্ট ট্রেনিং সৃজনশীল সমাবর্তন অনুষ্ঠানহলদিয়াতে সৃজনশীল সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিং গড়ে উঠেছে। সেই সংস্থা থেকে শিল্পাঞ্চল শহরের নাম এখন …
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/g6BjPy-uc2M
অষ্টম বর্ষ সৃষ্টি ইনস্টিটিউট অফ্, আর্ট ট্রেনিং সৃজনশীল সমাবর্তন অনুষ্ঠান
হলদিয়াতে সৃজনশীল সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিং গড়ে উঠেছে। সেই সংস্থা থেকে শিল্পাঞ্চল শহরের নাম এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সৃষ্টি ইনস্টিটিউট সংস্থার উদ্যোগে দেশ-বিদেশে ছবি এঁকে সোনা রুপো ব্রোঞ্জ পুরস্কৃত হয়েছেন সংস্থার ছাত্র-ছাত্রীরা।
সদ্য ৫১ টি দেশের সঙ্গে অঙ্কন প্রতিযোগিতায় বসেছিলেন সংস্থা ১৩ জন ছাত্রছাত্রী তার মধ্যে ৫১ টি দেশের মধ্যে প্রথম হয়েছেন এছাড়া দুজন সোনার প্রদক পেয়েছেন এবং প্রত্যেকেই ভালো ফল করার জন্য একাডেমির উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
হলদিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ৮ ম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংস্থার ছাত্রছাত্রী তাদের অংকন বিভিন্ন ছবি আট গ্যালারি হিসেবে প্রকাশিত করা হয় এছাড়া ছাত্রছাত্রীদের গান নিত্য আবৃত্তি মাউথ অরজ্ঞান বাজিয়ে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলেন সভায় সঞ্চালনা করেন--নিত্যানন্দ পাল (সংস্থার সম্পাদক)
সংস্থার প্রিন্সিপাল অসিত মাইতি বলেন আমরা প্রতিনিয়ত ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সদ্য একখানা দুটি দেশের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা স্বর্ণপদক লাভ করেছেন তাদেরকে এই মঞ্চ থেকে আমরা পুরস্কার তুলে দিলাম উপস্থিত ছিলেন হলদিয়া পরানচক স্কুলের প্রধান শিক্ষক কবি ও সাহিত্যিক প্রান নাথ শেঠ ,ছিলেন মহিষাদল এপেক্স স্কুলের শিক্ষিকা গার্গী ভট্টাচার্য ।তন্ময় বেরা (চিত্র শিল্পী) আনন্দময়ী ভৌমিক সাসমল (ডান্স ড্রিম একাডেমি) প্রদীপ দোলই ( বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়)মধুসূদন পড়ুয়া (সমাজ সেবী)দুর্গাপদ মিশ্র সম্পাদক (হলদিয়া বন্দর পত্রিকা) কুইজ মাস্টার সন্দীপন দাস , কৃষ্ণকলি ভৌমিক বিষয়ী,রেনেশা মাইতি (বাচিক শিল্পী),
No comments