ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/tAe2mDpRIUw
বেড়াতে গিয়ে মৃত্যু শোকের ছায়া হলদিয়াতে
বেড়াতে গিয়ে মৃত্যু পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত বার ঘাসীপুর গ্রামে মেঘা আচার্য প্রামাণিক। গত দেড় বছর আগেই বি…
বেড়াতে গিয়ে মৃত্যু শোকের ছায়া হলদিয়াতে
বেড়াতে গিয়ে মৃত্যু পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত বার ঘাসীপুর গ্রামে মেঘা আচার্য প্রামাণিক। গত দেড় বছর আগেই বিয়ে হয়েছিল এ বছর তারা পূজোর ছুটির পর বেড়ানোর উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে স্বামী-স্ত্রী। জানাজায় কেদারনাথ মন্দিরে ঘুরে আসার সময় প্রাইভেট কারে বসে ফিরছিলেন হঠাৎই গাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। জানা যায় নিউমোনিয়া হয়ে মারা গেছেন নেহা প্রামাণিক আচার্য ২৫ স্বামী নাম অনিন্দ্য প্রামাণিক বয়স (২৭) গ্রাম-বাড় ঘাসীপুর থানা ভবানীপুর।
২০২১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে কোন পুত্র সন্তান হয়নি। উত্তরাখন্ডে কেদারনাথ মন্দিরে বেড়াতে গিয়েছিলেন স্বামী স্ত্রী দুজনেই সেখানেই জীবনের ইতি ঘটে মেঘার। উত্তরাখন্ড থেকে বিমানবন্দরে কলিকাতা বিমানবন্দর থেকে বাড় ঘাসীপুরে তার দেহ আনা হচ্ছে বলে সূত্রের খবর।
মেঘার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বেড়াতে গিয়ে অরিন্দম বিভিন্ন মন্দির এবং সেই এলাকা লাইক করছিল কিন্তু তার ফেসবুকে যে বন্ধুরা থাকতো প্রথমেই জানতে পারে মেঘা মারা গেছেন। অরিন্দমের ফেসবুক থেকেই সেই সুবাদেই তার বাড়ির লোক যোগাযোগ করে বলে জানা যায়।
No comments